শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:০৭ অপরাহ্ন

রূপগঞ্জে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি ব্যবসা নিয়ে বিরোধের জেরে কামাল হোসেন (৩৫) নামের এক যুবককে হত্যার ঘটনায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৪ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে চারজন উপস্থিত ছিলেন।

পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ররা হলেন- রূপগঞ্জের গুতিয়ার এলাকার মনরুদ্দিনের ছেলে মাহবুব রহমান (৫৫), খোরশেদ আলমের ছেলে সবুজ মিয়া (৪২) ও শরীফ মিয়া (৩০), জুলহাস ওরফে দোলার ছেলে পারভেজ (৩৬), শহীদুল্লাহর আসাদুল্লাহ (৩৩) ও হালিমের ছেলে সাদ্দাম হোসেন (৩৬)।

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১৪ সালের ২৪ জুন রূপগঞ্জ থানায় দায়ের করা মামলায় ছয়জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মামলা সূত্রে জানা গেছে, কামাল হোসেন জমির ব্যবসা করতেন। জমি বিক্রিয়ের শর্তে মাহবুব রহমানের কাছ থেকে ৬০ হাজার টাকা বায়না নিয়েছিলেন কামাল। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে মাহবুব জমির টাকা দিতে না পারায় কামাল হোসেন বায়না টাকা ফেরত দেবেন বলে আশ্বস্ত করেন।

এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিলো। এরই ধারাবাহিকতায় ২০১৪ সালের ২৪ জুন কামালের বাড়িতে গিয়ে মারধর করে কুপিয়ে হত্যা করেন মাহবুবসহ দণ্ডপ্রাপ্তরা। পরে এ ঘটনায় নিহতের মা ছমিরন বেগম থানায় গিয়ে মামলা করেন। রোববার সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ রায় দেন আদালত।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD