বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় বেপরোয়া মাদক সম্রাজ্ঞী সোনিয়া বন্দরে নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার আলীগঞ্জ ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা সম্পন্ন মাদক সম্রাজ্ঞী সনির মাদকে ভয়ানক ছোবলে ধ্বংসের পথে তরুণ সমাজ ফতুল্লায় স্থানীয় বিএনপি নেতাদের সেলটার ক্যাপ জুলের মাদক ব্যবসা জমজমাট আ.লীগের দোসরদের নিয়ে জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালন ফতুল্লায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নাগরিক পরিষদের দোয়া জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকীতে পাগলা বাজার ব্যবসায়ী সমিতির দোয়া ফতুল্লায় জমি নিয়ে বিরোধে একই পরিবারের ৫ জনকে পিটিয়ে আহত কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল

ফতুল্লা থানায় শেখ হাসিনা, শামীম ওসমানসহ ২৮০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

সংবাদ নারায়ণগঞ্জ:- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাইনবোর্ডে দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ হয়ে আবুল হোসেন মিজি নিহত হওয়ার ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) নিহতের মা শাহিদা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।এতে ৮০ জন নামীয় আসমি এবং ২০০-২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার এজাহারে সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই শুক্রবার আবুল হোসেন মিজির বাসের ড্রাইভিং করার জন্য ঢাকার উদ্দেশ্যে নারায়ণগঞ্জ থেকে রওয়ানা হয়ে অটোরিকশাযোগে সাইন বোর্ড আসেন। এ সময় ছাত্র-জনতার রাস্তায় অবস্থান করায় অটো থেকে নেমে পরেন। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল, ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের নির্দেশে আওয়ামী লীগ যুবলীগের সন্ত্রাসীরা সাইনবোর্ডে জড়ো হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্র-জনতার আন্দোলন পন্ড করতে গুলিবর্ষণ করেন। শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান তার হাতে থাকা অস্ত্র দিয়ে গুলি করলে আবুল হোসেন মিজির পেটে গুলিবিদ্ধ হয়। এ সময় উপস্থিত সাংবাদিক মনির হোসেন, জুয়েল, আল আমিন, ইসলামসহ কয়েকজন মিলে তাকে উদ্ধার করে প্রো একটিভ মেডিকেলে নিয়ে যান। তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায়।

ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) নূরে আযম নিশ্চিত করেছেন। তিনি জানান, জুলাইয়ের ১৯ তারিখ সাইনবোর্ডে আবুল হোসেন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আজকে থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলায় শেখ হাসিনা, শামীম ওসমান ছাড়াও আনিসুল হক, আসাদুজ্জামান কামাল, ওবায়দুল কাদের, আজমেরী ওসমান, অয়ন ওসমান, আবু হাসনাত শহীদ বাদল, শাহ নিজাম, জানে আলম বিপ্লব, হুমায়ুন কবির মূধা, সামসুজ্জামান, আইয়ুব আলী মেম্বার, নাজমুল আলম সজল, সাফায়েত আলম সানি, ছানাউল্লাহ, নাছির উদ্দিন ওরফে টুন্ডা নাছির, এহসানুল হক নিপু, হাবিবুর রহমান রিয়াদ, তানভীর আহম্মেদ টিটু, কামরুল হাসান মুন্না, বান্টি, আশরাফুল ইসলাম রাফেল, শাহ জালাল, মতিউর রহমান মতি, রুহুল আমিন, ফজর আলী, খান মাসুদ, মোঃ পাবেল, বিটু, দেলোয়ার প্রধান, আব্দুস সালাম, কোরবান, আলী রেজা উজ্জল, সাইফুল্লাহ বাদল, শওকত আলী, জাহাঙ্গীর আলম, মোঃ শাহিন রাজু, আব্দুল জলিল, আলিম শেখ, আজমত আলী, মোঃ রিফাত, মীর সোহেল, শ্যামল, শুভ, হিমেল, এহসান উদিন আহম্মোদ, ফয়সাল, নির্ঝর দাস, টিপু সুলতান, রামু সাহা, মোঃ ছানি, ওসমান গনি, মােঃ বিল্লাল হােসেন, মামুনুর রশিদ, মমিনুল, গােলাম সারোয়ার সবুজ, লাভলু, দুলাল প্রধান, সৌরভ, সুমন, জনি, সানি, মোঃ শামীম, সােহেল, হৃদয়, বাবুল প্রধান, খবির প্রধান, মনােয়ার হােসেন, ড্রেজার রাজু, মিয়া বাবু, সানাউল্লা, মোঃ লিটন, আনোয়ার হােসেন আনু, নয়ন, শাহাদাৎসহ ৮০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০/২০০ জনজেনকে আসামি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD