সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- আড়াইহাজারে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদক সরবরাহ ও বিক্রির অভিযোগে একজন আটক করা হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (২০ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফারসিকান্দি গ্রামে অভিযুক্তের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত হলেন, আড়াইহাজারের ফারসিকান্দি গ্রামের বাসিন্দা মো. সুমন (২৭)।
বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, বারটান সেনাবাহিনী ক্যাম্পের মেজর আশফাকের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল অভিযানটি পরিচালনা করে।
আড়াইহাজার থানার অফিসার ইনচর্জা (ওসি) এনায়েত হোসেন জানান, আটক সাইফুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। শনিবার বিকেলে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।