শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২৪ অপরাহ্ন
দুলাল আহম্মেদঃ- কুতুবপুরের আস্থাভাজন জননেতা মো. সালাউদ্দিন ভূঁইয়াকে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হিসাবে দেখতে চায় তৃনমূল নেতাকর্মীরা। কুতুবপুর ইউনিয়ন ১,২,৩নং ওয়ার্ড আওয়ামীলীগের বর্তমান সভাপতি একজন সফল সংগঠক হিসেবে এলাকার সকল শ্রেণি পেশার মানুষের কাছেই জনপ্রিয়। মো. সালাউদ্দিন ভূঁইয়া তার রাজনৈতিক দুরদর্শীতা ও নিজের সাংগঠনিক দক্ষতা কাজে লাগিয়ে সম্প্রতি কুতুবপুর ইউনিয়ন ১,২,৩নং ওয়ার্ডেই আওয়ামীগ ও তার সহযোগী সকল সংগঠনের সাংগঠনিক ভিত্তিকে চরম শক্তিশালী করেছেন।
তার রাজনৈতিক কর্মদক্ষতা এবং দলীয় নেতা-কর্মীদের জন্য ত্যাগের কারণে তৃনমূলের নেতাকর্মীরা সম্প্রতি ব্যাপকভাবে দাবি তুলেছেন মো. সালাউদ্দিন ভূঁইয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক করতে হবে। রাজনীতিতে প্রবেশ করে পর্যায়ক্রমে কুতুবপুর ইউনিয়ন ওয়ার্ডে আওয়ামীলীগের রাজনীতি করতে করতেই আজ আওয়ামীলীগের রাজনীতি ও জনসেবার সাথে সম্পৃক্ত হয়েছেন।
তিনি বিগত দিনে কুতুবপুর ইউনিয়ন ১,২,৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হয়ে দক্ষতার সাথে দলীয় কার্যক্রম পরিচালনা করেছেন। দীঘ বছর ধরে অত্যান্ত সততা ও দক্ষতার সাথে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দায়িত্ব পালন করছেন। এজন্য কুতুবপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি/সম্পাদক, বর্তমান সভাপতি/সম্পাদক, ছাত্রলীগ, যুবলীগ ও সকল তৃণমূল আওয়ামীলীগ নেতাকর্মীদের নিয়ে নিয়মিত সভা সমাবেশ চালিয়ে যাচ্ছেন।
এব্যাপারে কুতুবপুর ইউনিয়ন ১,২,৩নং ওয়ার্ড আওয়ামীগ বর্তমান সভাপতি সালাউদ্দিন ভূঁইয়া বলেন, “ বিগত দিনে আমি কখনোই দলীয় সিদ্ধান্তের বাহিরে যাওয়ার দু:সাহস দেখাইনি এবং যত দিন বেঁচে থাকবো ততদিন দলের শৃঙ্খলা শতভাগ মেনে চলবো। তবে রাজনীতিতে সবার একটা স্বপ্ন থাকে উপরে উঠার। আমি এলাকার সর্বস্তরের নেতা-কর্মীদের অনুমতি ও সমর্থন সাপেক্ষে কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক পদের জন্য প্রার্র্থী হবো।
আমি সাধারন সম্পাদক হতে সর্বাগ্রে আধুনিক নারায়ণগঞ্জের ৪ আসনের রুপকার উন্নয়নের কর্মবীর একে এম শামীম ওসমান এমপি মহোদয়ের সহানুভুতি কামনা করছি। সেই সাথে আমি আওয়ামীলীগের দায়িত্বশীল সকল নেতৃবৃন্দের সদয় সহানুভুতিও কামনা করছি। তবে দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে তারা আমাকে অবশ্যই কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হিসাবে দায়িত্ব পালনের সুযোগ দিবেন বলে আমি শতভাগ আশাবাদি।