মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু বলেছেন, আমি দীর্ঘ ১৫ বছর যাবত কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। কেউ কখনো বলতে পারবে না যে আমি চাঁদাবাজি করেছি। কিন্তু আমাকে কিছু পত্রিকা চাঁদাবাজ আখ্যায়িত করেছে।নিউজ দেখে আমার খুব কষ্ট লেগেছে, এমন কেউ আছে যে বলতে পারবে আমি কখনো চাঁদাবাজি করেছি।
(১২ নভেম্বর) বৃহস্পতিবার বিকাল পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমিতির কার্যালয়ে যানজট নিরসন কমিটির মাসিক সভায় এসব কথা বলেন তিনি।
চেয়ারম্যান সেন্টু বলেন, আমি দীর্ঘদিনের পাগলা বাজার এলাকায় যানজট নিরসনের জন্য সবাইকে নিয়ে কমিটি গঠন করছে। কিন্তু কে বা কারা সাংবাদিকদের দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।আগে যানজটের কারণে ১ থেকে দেড় ঘন্টা সময় মানুষের চলাচল করতে লেগে যেত যেখানে, এখন সেখানে ২ থেকে ৫ মিনিটে চলে আসছে। কিছুদিন আগে পাগলা বাজার মার্কেটের যখন বেচাকেনা একদমই কমে যাচ্ছিল তখন এই যানজট নিরসনের মাধ্যমে বেচাকেনা প্রায় ৫০ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। আর কিছু মানুষ এমন সফল উদ্যোগকে সাগত না জানিয়ে তারা বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন। অপপ্রচার বা গুজবে কান না দিয়ে আসুন আমরা সবাই মিলে কিভাবে আমাদের সমস্যার সমাধান করা যায় সে দিকে অগ্রসর হই।রাজনীতি করি দেশের মানুষের জন্য, নিজের জন্য নয়। কাজেই মানুষের সমস্যা জানার এবং সমাধানের চেষ্টা করি। রাজনীতিবিদ এটাই আমার কর্তব্য বলে মনে করি। আর ক্ষমতা ভোগ করার বিষয় নয়, জনসেবার বিষয়। সেজন্যই আমার ইউনিয়নের মানুষের কীভাবে কল্যাণ করতে পারি, সে লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি।
যানজট নিরসন কমিটির মাসিক সভায় পাগলা বাজার বহুমুখী সমবায় সমিতির সাধারন সম্পাদক ও যানজট নিরসন কমিটির সদস্য মাহবুবুর রহমান বাচ্চু গত এক মাসের আয়ব্যয়ের হিসাব উপস্তিত সকালের মাঝে তোলে ধরেন।
পাগলা বাজার বহুমুখী সমবায় সমিতির সভাপতির সভাপততিত্বে মাসিক সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য মোস্তফা হোসেন চৌধুরী, পাগলা বাজার বহুমুখী সমবায় সমিতির অর্থ সম্পাদক জাহিদ হাসান বেলাল, সদস্য এম.এ. জাহের মোল্লা সহ পাগলা বাজার বহুমুখী সমবায় সমিতির সকল সদস্য বৃন্দ ও পাগলা বাজারের ব্যবসায়ীরা।