শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- সিদ্ধিরগঞ্জে চাকরির কথা বলে এক কিশোরী ড্যান্সারকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে জসিম নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় (১৯ নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন ভুক্তভোগী কিশোরী। এর আগে, বুধবার রাতে এ ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিভিন্ন অনুষ্ঠানে ড্যান্স করে জীবিকা নির্বাহ করতো ভুক্তভোগী কিশোরী। এক মাস আগে গায়ে হলুদের একটি অনুষ্ঠানে ড্যান্স করতে গিয়ে তার সঙ্গে জসিমের পরিচয় হয়। এরপর দুজনের কথা-বার্তা চলতে থাকে। একপর্যায়ে কিশোরীকে চাকরির প্রলোভন দেখায় জসিম।
বুধবার রাতে চাকরি সংক্রান্ত কথা বলার জন্য কিশোরীকে নিজ ভাগনির বাসায় ডেকে নেয় জসিম। পরে দরজা বন্ধ করে ধর্ষণচেষ্টা চালায়। একপর্যায়ে বাড়ির লোক টের পেয়ে দরজায় নক করলে কৌশলে জসিম বেরিয়ে যায়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।