রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ দেশের সককে শুভেচ্ছা জানিয়ে সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন পাগলা বাজর ব্যাবসায়ী বহুমূখী সমবায় সমিতির যুগ্ন-সম্পাদক মাহাবুবুর আলম শিকদার।
মাহাবুবুর আলম শিকদার সংবাদ নারায়ণগঞ্জকে এক বার্তায় বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) নতমস্তকে আত্মসমপর্ণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। ১৬ ডিসেম্বর বাঙালি জাতির গৌরবের দিন। বিশ্ব মানচিত্রে লাল–সবুজের পতাকার স্থান পাওয়ার দিন। যেসব বীর সন্তানের প্রাণের বিনিময়ে এই পতাকা ও মানচিত্র এসেছে, তাঁদের শ্রদ্ধা জানানোর মাধ্যমেই এই দিবসের মহিমা প্রকাশ।
তিনি আরো বলেন, স্বাধীনতাযুদ্ধে বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে স্বাধীন করতে যেসব বীর মুক্তিযোদ্ধা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
তাই এই বিজয় দিবসে নারায়ণগঞ্জবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।