বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মীর হোসেন মিরু খ্রিষ্টিয় নতুন বছর ২০২১ উপলক্ষে নারায়ণগঞ্জবাসী দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
নতুন বছর ২০২১। এ উপলক্ষে তিনি এক বাণীতে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরো বলেন, ‘প্রকৃতির নিয়মেই যেমন নতুনের আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে, তেমনি অতীত-ভবিষ্যতের সন্ধিক্ষণে দাঁড়িয়ে পুরনো স্মৃতি-সম্ভারে হারিয়ে যাওয়ার চিরায়ত স্বভাব কখনো আনন্দ দেয়, আর কখনো বা কৃতকর্মের শিক্ষা নব-উদ্যোমে সুন্দর আগামীর পথচলার জন্য অনুপ্রেরণা যোগায়।
মিরু বলেন, নতুন বছরে নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি এ কে এম শামীম ওসমানের নেতৃত্বে ব্যক্তি, সমাজ এবং নারায়ণগঞ্জবাসীর জীবনে সম্ভাবনার নতুন কলি প্রস্ফুটিত হবে। এতে নারায়ণগঞ্জবাসীর জন্য আরো নতুন নতুন সম্ভাবনার দ্বার খুলবে যা জনগণের ভাগ্য পরিবর্তন করবে।
আওয়ামী লীগ সরকার মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে ধর্মীয় উগ্রবাদসহ যে কোনো সন্ত্রাসবাদ দমনে প্রতিজ্ঞাবন্ধ উল্লেখ করে তিনি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বির্নিমাণে সহায়ক শক্তি হিসেবে কাজ করারও আহবান জানান।
তিনি আরো বলেন, নতুন বছরে করোনাজনিত নানা খাতে সংকট কাটিয়ে বাংলাদেশ সম্ভাবনার নবদিগন্তে এগিয়ে যাবে।
নারায়ণগঞ্জবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মিরু বলেন, আশা করছি, বৈশ্বিক মহামারিতে থমকে যাওয়া পুরো বিশ্ব নতুন বছরে করোনামুক্তির মাধ্যমে নবজীবনের রূপ ফিরে পাবে।