বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- নারায়ণগঞ্জ জেলা বিএনপির নব-গঠিত কমিটিতে আলহাজ¦ নজরুল ইসলাম পান্নাকে যুগ্ন সম্পাদক নির্বাচিত হওয়ায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
(৫ জানুয়ারী) মঙ্গলবার বিকালে পিলকুনী এলাকায় কুতুবপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় নজরুল ইসলাম পান্নাকে ফুলদিয়ে শুভেচ্ছা ও অভিনন্দ জানায় নেতাকর্মীরা।
আলোচনা সভায় পান্না মোল্লা বলেন, দলের এই দু:সময়ে বিএনপির সিনিয়র ভাইচেয়ারম্যান তারেক রহমান সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকার পাশ্বর্তী জেলা নারায়ণগঞ্জে অনেক দিন যাবৎ জেলা বিএনপি অভিবাবক হীন হয়ে পরে ছিলো। সেই শুন্যতা আজ পুরন হলো।
তিনি আরো বলেন, আমাকে নবগঠিত আহবায়ক কমিটির যুগ্ন সম্পাদক নির্বাচিত তাকে সাধুবাদ জানাচ্ছি। সেই সাথে আগামী দিনে দলীয় কর্মসূচি গুলো আমরা ঐক্যবদ্ধ হয়ে পালন করতে পারি। মহান আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন।
এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির আহবায়ক আবু তাহের মোল্লা, আলীমদ্দিন খন্দকার, আনোয়ার হোসেন, মিজানুর রহমান মিঠু, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ নজরুল ইসলাম, বক্তিয়ার সোহাগ, আবুল কালাম, রঞ্জু মেম্বার, সেলিম মুন্সি, গাজী ইব্রাহীম, আলাউদ্দিন, এনামুল হক মামুন, রাশেদ, ফতুল্লা থানা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান দোলন, সাহেদ রেজা খান, নুরিসলাম, ওমর ফারুক, ফারুক খান সুজন, আহসান হাবিব, মোঃ শাহীন মোল্লা প্রমুখ।