শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- নদীপথে মাদক চোরাচালান ও অপরাধমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (১০ জানুয়ারি) রবিবার সন্ধ্যায় পাগলায় ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়ন এর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে পাগলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোমেনুর রহমান বলেন, নদীপথে মাদক চোরাচালান অপরাধ দমনে পাগলা নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা সর্বদা প্রস্তুত রয়েছে। নদী পথে চাঁদাবাজি ঠেকাতে আমরা দিন-রাত কাজ করে যাচ্ছি। এবং নদীপথে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড তা আমরা শক্তভাবে দমন করার চেষ্টা করছি। তাই আপনারা সবাই সচেতন হোন। যেকোনো প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদের পাশে সব সময় রয়েছি এবং থাকব।
সভাপতির বক্তব্যে ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিস মাস্টার বলেন, নদী পথে ট্রলার বাল্কহেড থেকে বিভিন্ন সময়ে পুলিশের নাম ব্যবহার করে চাঁদা আদায় করা হয়। পুলিশের নাম ভাঙ্গিয়ে কিছু চাঁদাবাজরা এই কাজটি করে থাকে। আমরা পাগলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোমেনুর রহমান এর সাথে আলাপ করে চাঁদাবাজদের দমন করতে পুলিশের পাশাপাশি আমরা কাজ করে যাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, পাগলা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই জামশেদ আলী, ট্র লার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি হারুন মোল্লা, মেহেদী হাসান, নাজমুল ড্রাইভার, আনোয়ার হোসেন, মামুন ডাইভার, সেলিম হোসেন, ফরিদ হোসেন, নিরব সহ আরো অনেকে।