শনিবার, ০৩ জুন ২০২৩, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- ফতুল্লা থানা আওয়ামীলীগের নয়া কার্যকরী কমিটিতে সহসভাপতি হিসাবে নির্বাচিত হওয়ায় বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মোস্তফা কামালকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ফতুল্লাস্থ দক্ষিনবঙ্গের বিভিন্ন সমিতি ও ব্যবসায়ী সংগঠন।
শুক্রবার(১৫ জানুযারী) সকালে ফতুল্লার কুতুবপুরে রামারবাগ এলাকায় মোস্তফা কামাল সেন্টারের ২য় তালার, হল রুমে এক সম্বর্ধনা সভায় এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় সংগঠনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা জানাতে আসা জনতার উদ্দেশ্যে মোস্তফা কামাল বলেন, রামারবাগ, কুতুবপুর, ফতুল্লা অঞ্চলের লোকজন যদি আমাকে সহযোগিতা না করতো তাহলে এতদুর আসা হয়তো সম্ভব হতো না। তাই আমি তাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞ। আর আমরা যাহারা বিভিন্ন জেলা থেকে এসে ফতুল্লায় বাসা-বাড়ি করে স্থায়ী কিংবা অস্থায়ী ভাবে বসবাস করতেছি আমাদের সকলের ঐক্যবদ্ধ ভাবে থাকতে, আমি আপনাদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করবো
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক নাঃগঞ্জ জেলা শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির, আরো বক্তব্য রাখেন ফতুল্লাস্থ আমতলী সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফারুক আখন, দরিরচর খাজুড়িয়া ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান আবদুল কাদের, ট্রলার বলগেট ফেডারেশন সাধারণ সম্পাদক আনিস মাষ্টার, ফতুল্লা মডেল প্রেস ক্লাব এর সভাপতি আনিসুজ্জামান অনু,বিশিষ্ট ব্যবসায়ী আকতার হোসেন,আজাদ মুন্সি, হারুন মোল্লা, ফকর উদ্দিন সহ আরো অনেকে।
ফতুল্লাস্থ মেহেন্দিগঞ্জ সমিতির আহবায়ক আলহাজ্ব মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সদস্য সচিব আনিছুর রহমান মাষ্টার।