মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- ফতুল্লার আলীগঞ্জে পৃর্ব শক্রুতার জের ধরে শহিদুল ইসলাম আলিফ (২০)কে মারধরের অভিযোগ পাওয়া গেছে। শহিদুল ইসলাম আলিফ নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীগঞ্জ গ্রামের সামছুল ইসলাম ছামুর ছেলে।
এ ব্যাপারে শহিদুল ইসলাম আলিফ মা ফতুল্লা মডেল থানায় আলীগঞ্জ এলাকার মোঃ আজিজের ছেলে মোঃ রুবেল ও একই এলাকার কমর আলীর ছেলে মোঃ হৃদয় নামে একটি লিখিত এজাহার দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা করা হয়েছে, প্রতিবেশি শহিদুল ইসলাম আলিফ সাথে মোঃ রুবেল ও একই এলাকার হৃদয়ের দীর্ঘ ধরে কবুতর নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছিল।
এিই ধারাবাহিকতায় (২৬ জানুয়ারী) দুপুরে বাড়ির ছাদে দাড়াইয়া থাকার সময় কথা কাটাকাটি হয়। এ সময় পৃর্ব পরিকল্পিত ভাবে প্রতিবেশি মোঃ রুবেলকাচের বোতল দিয়ে শহিদুল ইসলাম আলিফকে মাথায় আজ্ঞাত করার লক্ষে ছুড়ে মারলে কাচের বোতলটি আমার ছেলের পায়ে লাগে।আমার ছেলের ডাক চিৎকারে ছাদে গিয়ে দেখি পা দিয়ে রক্ত বের হচ্ছে।পরে তাকে নারায়গঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে আমার ছেলের পায়ে ৫টি সেলাই করা হয়।
এবিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন জানান, আলীগঞ্জ গ্রামে একটা মারামারির ঘটেছে এবং এব্যাপারে থানায় অভিযোগ দায়ের হয়েছে। এই বিষয়ে হৃদয় নামের একজনকে আটক করা হয়েছে।