বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০২:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মামলা তুলে নিতে বাদীর পরিবারকে হত্যার হুমকি দিলো ফজলুল হক ফতুল্লায় নির্মাণাধীন ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ১৫ আগস্ট পালন করেছেন গিয়াস উদ্দিন-রিয়াদ চৌধুরী ফতুল্লায় দাপা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষককে পূর্ণবহাল না করার দাবিতে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কুত্তা লীগের ঠাঁই বাংলার মাটিতে হবে না, পান্না মোল্লা ভারতে পালানোর সময় ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা রুস্তম গ্রেফতার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ফতুল্লায় ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের ওপর গুলি ও হামলার ঘটনার মামলায় আওয়ামী লীগ নেতা ও ছাত্রলীগের সভাপতি গ্রেফতার ফতুল্লা লামাপাড়ার মূর্তিমান আতঙ্ক মিঠুন

মেসার্স টঙ্গী ট্রান্সপোর্ট এজেন্সির নিকট পাওনা টাকা চাওয়ায় ট্রাক মালিককে হুমকি

সংবাদ নারায়ণগঞ্জঃ- চট্টগ্রামস্থ মেসার্স টঙ্গী ট্রান্সপোর্ট এজেন্সি প্রোপাইটার মোঃ জনির বিরুদ্ধে হুমকির অভিযোগ উঠেছে। এ বিষয়ে মোঃ শওকত ফতুল্লা ফতুল্লা মডেল থানায় জনির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মোঃ জনি সাং ৫৫৫, ঢাকা ট্রাস্ক রোড, কদমতলী (আলী সদাগরের বিল্ডিং) মোঃ মোখলেছুর রহমানের ছেলে।

অভিযোগ থেকে ও মোঃ শওকত জানান, গত (৫ আগস্ট ২০১৯) চট্টগ্রামস্থ মেসাস টঙ্গী ট্রান্সপোর্ট এজেন্সির প্রোপাইটর মো. জনির নিকট আমার টাটা গাড়ি রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্রো-ট-২২-৫২৪১ ভাড়া দেই। কিন্তু পরবর্তীতে আমি জানতে পারি আমার টাটা গাড়িটি চট্রগ্রাম বন্দরে আটকিয়ে রাখা হয়েছে। দীর্ঘ ৯ মাস ১২ দিন পর আইন-আদালত মাধ্যমে আমি গাড়িটি ফেরত নিয়ে আসি।

এবং গাড়ির মধ্যে থাকা মালামালের মূল্য ১ লক্ষ ৮৪ হাজার টাকা এবং মামলার মাধ্যমে গাড়ি ফেরত আনার খরচ ১ লক্ষ ৯০ হাজার টাকা ও প্রতিদিন ৩,০০০ টাকা ডেমারেজ বাবদ নয় মাসে প্রায় ৮ লক্ষ ৪৬ হাজার টাকা আমি ট্রান্সপোর্ট এজেন্সি প্রোপাইটর নিকট চাইলে ট্রান্সপোট এজেন্সির প্রোপাইটার জনি টাকা না দিয়ে আমাকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও মিথ্যা মামলায় হয়রানির সহ হুমকি-ধামকি প্রদান করে আসছে।

গত (৩০জানুয়ারী ২১) রবিবার সকাল ৬ টার সময় উক্ত ট্রান্সপোর্ট হইতে আমার গাড়ি মাধ্যামে আশা ৪ প্যাকেজ সিলিকন স্টিল শিট পাগলা আন্তঃজেলা ট্রাক টার্মিনালে পাইয়া এজেন্সির মালিক মোঃ জনির মোবাইল নাম্বারে ফোন দিয়ে বিষয়টি অবহিত করি এবং আমার পাওনা টাকা জনির নিকট ফেরত চাইলে আমার উপর ক্ষিপ্ত হইয়া আমাকে গালাগালি সহ বিভিন্ন হুমকি প্রদান করছে।

এবং বলছে তুই তর টাকা কোনদিনই ফেরত পাবিনা যদি ভাল চাস তাহলে আমার এজেন্সির মালামাল আমার নিকট বুঝিয়ে দে তা না হলে তোর ভালো হবে না। এমন কার্যকলাপ দেখে আমি ফতুল্লা মডেল থানায় মেসাস টঙ্গী ট্রান্সপোর্ট এজেন্সি মালিক জনি বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।

এ বিষয়ে জানতে অভিযোগের তদন্ত কর্মকর্তা ফতুল্লা মডেল থানার (ওসি অপারেশন) সঞ্জয় কুমারের নিকট ফোন দিলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD