মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- ফতুল্লা থানা পুলিশের নিরবতার কারণে মাদকে ভাসছে গোটা রেলষ্টেশন এলাকা। হাত বাড়ালেই মিলছে ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন, গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য। ফতুল্লা থানার তালিকাভুক্ত শির্ষ মাদক ব্যবসায়ী বাবু ওরফে হান্ড্রেড বাবুর নিয়ন্ত্রনে চলছে জমজমাট মাদক ব্যবসা । মাদক ব্যবসায়ী বাবু ওরফে হান্ড্রেড বাবু ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনী এলাকার সোরহাব ড্রাইভারের ছেলে।
ফতুল্লা থানা পুলিশের মাদকের ব্যাপারে তেমন কোন ভূমিকা না থাকায় ফতুল্লা রেলস্টেশনসহ আশ পাশের এলাকায় এ সুযোগে এই এলাকার মাদক ব্যবসায়ীরা আরো বেপোয়ারা হয়ে ওঠছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।
এদিকে হান্ড্রেড বাবুর বিরুদ্বে ফতুল্লা মডেল থানায় এক ডজনেরও বেশী মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানায়। তার পরেও রেলষ্টেশন এলাকা, দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে, পিলকুলী এলাকায় দিনদুপরে বিক্রি করছে মাদক। এতে এলাকার যুব সমাজ নষ্ট হচ্ছে। তাই মাদক ব্যবসায়ী বাবু ওরফে হান্ড্রেড বাবুর বিরুদ্ধে র্যাবের হস্থক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।