মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:০৯ অপরাহ্ন
দিবসটি উপলক্ষে কুতুবপুর ইউনিয়নের পরিষদের সম্ভাভ্য চেয়ারম্যান পদপ্রার্থী ও কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মীর হোসেন মিরুর পক্ষ থেকে ভাষা আন্দোলনের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন যুবলীগ নেতা কাদির।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এক বার্তায় মো. কাদির বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি প্রত্যেক জীবিত ও শহীদ ভাষাসৈনিকদের। তাদের জন্যই আজ মনের ভাব প্রকাশ করতে পারছি মায়ের ভাষায়। মায়ের ভাষা আর ভালোবাসায় জড়িয়ে থাকুক বাংলাদেশের প্রত্যেকটি মানুষ।
১৯৫২ সালের বাংলা ৮ ফাল্গুন ২১ ফেব্রুয়ারি তে বাংলার দামাল ছেলেরা পাকিস্থানী আর্মির রক্ত চক্ষু উপেক্ষা করে রাষ্ট ভাষা বাংলার দাবিতে ঢাকার রাজপথে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলো -সালাম ,বরকত,জব্বার,রফিক,সফিক সহ নাম না জানা সকল শহীদের আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।