শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- রক্তে আমার আবার প্রলয় দোলা/ফাল্গ–ন আজ চিত্ত আত্মভোলা/আমি কি ভুলিতে পারি/একুশে ফেব্রুয়ারি’। চেতনার পথে দ্বিধাহীন অভিযাত্রী বেশে বাঙালিকে সর্বদা চলার প্রেরণা জোগায় একুশ। আজ সেই অমর একুশে। শোক বিহ্বলতা, বেদনা আর আত্মত্যাগের অহংকারে উদ্বেলিত হওয়ার দিন আজ।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কুতুবপুর ইউনিয় যুবলীগ নেতা যুবলগি নেতা খান মোঃ গেন্দু।
দিবশটি উপলক্ষে খান মোঃ গেন্দু বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা শহিদদের রক্তস্নাত পথে উন্মেষ ঘটে বাঙালির জাতীয় চেতনা, বাঙালি খুঁজে পায় তার জাতিসত্ত্বার আত্মপরিচয়ের দিশা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনা ও পরিকল্পনায় আত্মপরিচয় বিনির্মাণে শুরু হয় স্বাধিকার আন্দোলনের নতুন অভিযাত্রা।