মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ-নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৮৫নং মামুদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অনিয়ম করে স্কুলের ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ উঠেছে। স্থানীয় ইউপি সদস্য ও ৮৫নং মামুদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ একটি প্রভাবশালী মহল গঠনতন্ত্র উপেক্ষা এবং আইন লংঘন করে পছন্দের লোকজন দ্বারা একটি পকেট কমিটি গঠন করেছেন বলে অভিযোগ করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, ৮৫নং মামুদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের করেছে। কিন্তু এ বিষয়ে ম্যানেজিং কমিটি দাতা সদস্য, শিক্ষানুরাগী সদস্য এবং সদস্য সহ কেউকে না জানিয়ে গত ২০,২ ২০২১ আমরা জানতে পারলাম যে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রধান শিক্ষকের যোগসাজশে তারা কাউকে না জানিয়ে কমিটি গঠন করছে।
এ বিষয়টি জানতে পেরে আমরা উপজেলা শিক্ষা অফিসার সাদিয়া সুলতানার সাথে যোগাযোগ করি।৮৫ নং মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি অনুমোদন হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, নতুন কমিটির কোন অনুমোদন হয়নি। কমিটির অনুমোদন ছাড়া কিভাবে জামাল উদ্দিন ৮৫ নং মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগিয়ে প্রচার করছে। আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবো।
অভিভাবকরা জানায়, নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে ওই বিদ্যালয়ের কমিটি গঠনের কথা থাকলেও গোপন রেখে, নির্বাচনের বিধান ভঙ্গ করে, তফসিল মনোনয়ন এবং নির্বাচনের সার্বিক বিধান অমান্য করে প্রধান শিক্ষক এলাকার একটি প্রভাবশালী মহলকে নিয়ে গোপনে একটি পকেট কমিটি গঠন করেছে।
তার আরো বলেন, প্রধান শিক্ষক কমিটি গঠনের গোপন করে বিদ্যালয়ের সঙ্গে প্রতারণা করেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।
কমিটির বিষয়ে জামাল উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বিকালে আসতে বলে ফোন কেটে দেন।
কমিটি গঠনের সত্যতা স্বীকার করে প্রধান শিক্ষক সনিয়া খান বলেন, আমার সভাইকে নিয়ে এই ম্যানেজিং কমিটি গঠন করেছি। যারা এই অভিযোগ করেছে তারা আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলছে।