মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা ইউনিয়ন বিএনপি’র সমাবেশে মিছিল নিয়ে মন্টু মেম্বারের যোগদান জাকির খানের মুক্তির দাবিতে ছাত্রদল নেতা পলাশের বিক্ষোভ মিছিল ফতুল্লায় শ্রমিকলীগ নেতার বাড়ির ডাকাতি : ১ মাসেও উদ্ধার হয়নি মালামাল ফতুল্লায় মামলা তুলে নিতে বাদীর পরিবারকে হত্যার হুমকি দিলো ফজলুল হক ফতুল্লায় নির্মাণাধীন ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ১৫ আগস্ট পালন করেছেন গিয়াস উদ্দিন-রিয়াদ চৌধুরী ফতুল্লায় দাপা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষককে পূর্ণবহাল না করার দাবিতে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কুত্তা লীগের ঠাঁই বাংলার মাটিতে হবে না, পান্না মোল্লা ভারতে পালানোর সময় ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা রুস্তম গ্রেফতার

৮৫নং মামুদপুর সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গোপনে গঠনের অভিযোগ

সংবাদ নারায়ণগঞ্জঃ-নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৮৫নং মামুদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অনিয়ম করে স্কুলের ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ উঠেছে। স্থানীয় ইউপি সদস্য ও ৮৫নং মামুদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ একটি প্রভাবশালী মহল গঠনতন্ত্র উপেক্ষা এবং আইন লংঘন করে পছন্দের লোকজন দ্বারা একটি পকেট কমিটি গঠন করেছেন বলে অভিযোগ করা হয়।

এ নিয়ে ওই এলাকাবাসী শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এদিকে পকেট কমিটি গঠনের পর থেকে বিদ্যালয়ের অভিভাবকরা তা অবিলম্বে বাতিল করে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানিয়ে আসছে। এ বিষয়ে যথাবিহিত ব্যবস্থা গ্রহণ এবং অনিয়ম তদন্তে মোঃ নিজাম উদ্দি (সভাপতি) শিক্ষানুরাগী আলমগীর হোসেন, শিক্ষানুরাগী নিলুফা ইয়াসমীন পক্ষ উপজেলা চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ৮৫নং মামুদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের করেছে। কিন্তু এ বিষয়ে ম্যানেজিং কমিটি দাতা সদস্য, শিক্ষানুরাগী সদস্য এবং সদস্য সহ কেউকে না জানিয়ে গত ২০,২ ২০২১ আমরা জানতে পারলাম যে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রধান শিক্ষকের যোগসাজশে তারা কাউকে না জানিয়ে কমিটি গঠন করছে।

এ বিষয়টি জানতে পেরে আমরা উপজেলা শিক্ষা অফিসার সাদিয়া সুলতানার সাথে যোগাযোগ করি।৮৫ নং মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি অনুমোদন হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, নতুন কমিটির কোন অনুমোদন হয়নি। কমিটির অনুমোদন ছাড়া কিভাবে জামাল উদ্দিন ৮৫ নং মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগিয়ে প্রচার করছে। আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবো।

Orion

 

অভিভাবকরা জানায়, নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে ওই বিদ্যালয়ের কমিটি গঠনের কথা থাকলেও গোপন রেখে, নির্বাচনের বিধান ভঙ্গ করে, তফসিল মনোনয়ন এবং নির্বাচনের সার্বিক বিধান অমান্য করে প্রধান শিক্ষক এলাকার একটি প্রভাবশালী মহলকে নিয়ে গোপনে একটি পকেট কমিটি গঠন করেছে।

তার আরো বলেন, প্রধান শিক্ষক কমিটি গঠনের গোপন করে বিদ্যালয়ের সঙ্গে প্রতারণা করেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।

কমিটির বিষয়ে জামাল উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বিকালে আসতে বলে ফোন কেটে দেন।

কমিটি গঠনের সত্যতা স্বীকার করে প্রধান শিক্ষক সনিয়া খান বলেন, আমার সভাইকে নিয়ে এই ম্যানেজিং কমিটি গঠন করেছি। যারা এই অভিযোগ করেছে তারা আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD