রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১১:০২ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ : বন্দরে পার্লার কর্মী ধর্ষণের মামলায় অভিযুক্ত মো. মনির হোসেনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। (২৭ জানুয়ারি) সোমবার সকালে রিমান্ড শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম নুরুন্নাহার ইয়াসমিনের আদালত এ আদেশ দেন৷ এর আগে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করে আসামিকে আদালতে হাজির করে৷
আসামি মো. মনির হোসেন (৩০) একরামপুর ইস্পাহানী এলাকার মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে। সে একজন ঝুট ব্যবসায়ী৷রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান
গত ৪ জানুয়ারি রাতে পার্লার কর্মী বন্দরে নিজ বাড়ি ফেরার পথে অভিযুক্ত মনির হোসেন নদী পার করে দেওয়ার কথা বলে ভুক্তভোগীকে তার ভাড়াকৃত নৌকায় উঠায় এবং ভুক্তভোগীকে ধর্ষণ করে।
পরে তাকে ইস্পাহানী এলাকায় মনির হোসেন মিয়ার জুটের গুডাউনে নিয়ে একই এলাকার আরাফাত আকনের সহযোগিতায় পুনরায় ধর্ষণ করে। ঘটনার ২১ দিন পর ধর্ষণের শিকার পার্লার কর্মী বাদী হয়ে বন্দর থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলার পরপরই আসামিকে গ্রেফতার করে পুলিশ৷