সংবাদ নারায়ণগঞ্জঃ- ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি, লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যু এবং নোয়াখালীতে সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে যাবার পথে সচিবালয়ের সামনে থেকে গ্রেফতার হওয়া ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক ও ফতুল্লা ইউনিয়নের আহবায়ক আব্দুল খালেক টিপুর বাসায় গিয়ে তার পরিবারের খোঁজখবর নিয়েছেন এবং সমবেদনা প্রকাশ করেছেন ফতুল্লা থানা যুবদলের আহবায়ক হাজ্বী মাসুদুর রহমান মাসুদ।
গ্রেফতার হওয়া ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক ও ফতুল্লা ইউনিয়নের আহবায়ক আব্দুল খালেক টিপুর পরিবারের সার্বিক খোঁজখবর নেয়ার পাশাপাশি যেকোনো সঙ্কটে তাদের পাশে থাকার আশ্বাস দেন ফতুল্লা থানা যুবদলের আহবায়ক হাজ্বী মাসুদুর রহমান সহ যুবদল ও বিএনপির নেতাকর্মীরা। এসময় আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন আহমেদ, যুগ্ম আহবায়ক লাভলু, ফতুল্লা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ শাহীন, সৈয়দ মিশু, সদস্য আক্তার হোসেন, এনায়েতনগর ইউনিয়ন যুবদলের আহবায়ক মনির হোসেন, সদস্য সচিব খায়রুল আলম জসিম, যুগ্ম আহবায়ক রাজু আহম্মেদ, শেখ ফরিদ, বক্তাবলী ইউনিয়ন যুবদলের আহবায়ক আমির বেপারী, যুগ্ম আহবায়ক হালিম আজাদ ও কুতুবপুর ইউনিয়ন যুবদল নেতা টুটুল সরকার প্রমুখ।