শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৪ অপরাহ্ন

সোনারগাঁয়ে পৌরসভার নির্দেশ অমান্য করে নাছিরের ভবন নির্মাণ

সংবাদ নারায়ণগঞ্জঃ-  সোনারগাঁও পৌরসভার নির্দেশ অমান্য করে নির্মাণ কাজ অব্যাহত রেখেছে ভূমিদস্যু মোঃ নাছির উদ্দীন। গত ৪ মার্চ সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমান স্বাক্ষরিত একটি পত্রে উল্লেখ করেন আপনার নির্মানাধীন ইমারত বা স্থাপনা নির্মান কাজ বন্ধ রাখতে হবে।যদি নির্মাণ কাজ বন্ধ না রাখা হয় পৌর সভা অডিন্যান্স ৯৯(১) ও ৯৯(২) ধারার পরিপন্থী।

পত্রে আরো উল্লেখ করা হয় নির্মানাধীন কাজ বন্ধ করে প্লান অনুমোদন করার জন্য অনুরোধ করা হলো। নইলে আপনার বিরুদ্ধে বিল্ডিং কনস্ট্রাকশন আইন ১৯৫২(ইবিএ্যাক্ট১১) অব ১৯৫৩ সরকারি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

জানা যায়,পৌরসভার ৯ নং ওয়ার্ডের বানীনাথপুর এলাকার মৃত তালেব আলী প্রধানের পুত্র মোঃ নাসিরউদ্দিন নির্মান কাজ অব্যাহত রেখেছে। তাকে নিষেধ করলেও তিনি আইন না মেনে কাজ চালিয়ে আসছে। এতে করে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

এবিষয়ে সোনারগাঁ পৌরসভার প্রকৌশলী মো.তানভীর আহমেদ জানান,ভাই একটি ট্রেনিংয়ে রয়েছি। উক্ত বিষয়টি সর্ম্পকে আমাদের অবগত করা হলে আমরা ইউএনও ও খানা পুলিশকে অবগত করেছি। আমরা নাসিরউদ্দিনকে বলেছি তার নির্মান কাজ বন্ধ রেখে সমস্যা সমাধানের জন্য। এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলর মধু সাহেবকেও বলা হয়েছে যেন সমস্যা সমাধান না করে কোন প্রকার নির্মান কাজ না করা হয়।

এ বিষয়ে সোনারগাঁও পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো.মধু এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেণ,ভাই এটার সমস্যা সমাধান করে দেয়া হয়েছে। নাসির তার বিল্ডিংয়ে ছাদের পরিবর্তে টিনের ছাদ দেয়ার কথা বলা হয়েছে। তাছাড়া স্থানীয়রা এ বিষয়টি অনেকেই জানেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD