রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ- ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি, লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যু এবং নোয়াখালীতে সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে যাবার পথে সচিবালয়ের সামনে থেকে গ্রেফতার হওয়া ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক ও ফতুল্লা ইউনিয়নের আহবায়ক আব্দুল খালেক টিপু সহ গ্রেফতারকৃত আটজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার (৮ মার্চ) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ রিমান্ডের এই আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- রফিকুল আলম মজনু, আ. খালেক টিপু, রাসেল ওরফে সৌরভ রাসেল, দিল গনি, শহিদুল ইসলাম, মোশারফ, আবুল কাশেম এবং ওয়াহিদ। এর আগে গত ৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মো. আব্দুল্লাহ আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। ওইদিন আদালত রিমান্ড শুনানির জন্য সোমবার দিন ধার্য করে দেন। রিমান্ড শুনানিকালে
আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয় উল্লেখ্য যে, বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে ঢাকার প্রেস ক্লাবের সামনে সচিবালয় গলি থেকে তাকে গ্রেফতার করা হয়। দলীয় নির্ভরযোগ্য একাধিক সূত্র মতে,কেন্দ্রীয় যুবদলের উদ্দ্যেগে বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে দলীয় নেতা- কর্মীদের নিয়ে অংশ গ্রহন করতে যাবার পথে সচিবালয় গলি থেকে আব্দুল খালেক টিপু কে গ্রেফতার করে শাহাবাগ থানা পুলিশ।পরে শুক্রবার দুপুরে শাহাবাগ থানার ২৮ তারিখের দায়ের করা পুলিশের উপর হামলার মামলায় গ্রেফতার দেখিয়ে দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায়।