মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- মশার কবল থেকে ৫নং ওয়ার্ড বাসীকে রক্ষা করতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান (চিরুনি অভিযান) শুরু হয়েছে। কুতুবপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ও কুতুবপুর ইউনিয়ন ৪,৫ ও ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিন হাওলাদারের উদ্যোগে মশা নিধনে ১ম দিনের মতো বিশেষ অভিযান অব্যাহত রেখেছে।
মশার প্রজনন উপযোগী পরিবেশ থাকায় স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করে কীটনাশক প্রয়োগ করা হয়।
(৯ মার্চ) বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ ঘটিকার সময় ৫নং ওয়ার্ড এলাকা বিভিন্ন আশপাশের মহল্লায় মশা নিধন অভিযান পরিচালনা করা হয়।
এলাকাবসীর উদ্দেশ্যে আলাউদ্দিন বলেন, আপনার বাড়ি বা স্থাপনার ভেতরে, বাইরে, আশপাশে কোথাও পানি জমে থাকলে এক্ষুনি ফেলে দিন। তিন দিনে এক দিন জমা পানি ফেলে দিন। আপনি সুরক্ষিত থাকুন আপনার পরিবারকেও সুরক্ষিত রাখুন।
এসময় উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সদস্য এম ও এফ খোকনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা।