মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- কুতুবপুর ইউনিয়ন পরিষদের সদস্য আলাউদ্দিন হাওলাদার বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আমাদের ভবিষ্যত প্রজন্মকে গড়ে তুলতে হবে। এ প্রজন্ম গড়ে তোলার জন্য আমাদের কী কী করতে হবে সেটা স্কুল খুললে প্রতিটি স্তুলে গিয়ে আমরা বলবো।
(১৭ মার্চ) বুধবার রাতে কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড মেম্বার আলাউদ্দিন হাওলাদার উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত কেক-কাটা ও আলোচনা সভায় এসব কথা বলেন।
তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের মুক্তিযোদ্ধাদের নিয়ে আমরা কিন্তু গর্ব করতে পারি। কারণ, আমাদের মধ্যে কোন বিভেদ নেই। কোন সমস্যা নেই। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে একটাই, সেটি হচ্ছে করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস যদি না হতো তবে আমরা শিশু ও মুক্তিযোদ্ধারা মিলে বঙ্গবন্ধুর এই জন্মশত বাষির্কী আরো জমকালো ভাবে পালন করতাম’।
এসময় উপস্থিত ছিলেন, মোঃ ইসাক, টেনু গাজী, লিটন হাওলাদার, ডা. আনোয়ার, ইউনুছ দেওয়ান।