মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের দেড় মাস পর জাকির হোসেন নামে এক ব্যবসায়ীকে রাজধানীর ডেমরা থেকে উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার বিকেলে রাজধানীর ডেমরা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভোলাব তদন্ত কেন্দ্রের এসআই সানোয়ার হোসেন।
তিনি জানান, গত ৮ ফেব্রুয়ারি রাতে কাঞ্চন উত্তর বাজারের স্যানেটারি ব্যবসায়ী স্থানীয় ইউসূফ মিয়ার ছেলে জাকির হোসেন নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
এ ঘটনায় ৯ ফেব্রুয়ারি জাকির হোসেনের বাবা ইউসূফ মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এদিকে শুক্রবার বিকেলে রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে পুলিশ নিখোঁজ ব্যবসায়ী জাকির হোসেনকে উদ্ধার করে। জাকির হোসেন খুবই অসুস্থ ও অস্বাভাবিক। তাকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। সুস্থ হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদের পর তার নিখোঁজের কারণ জানা যাবে বলে এসআই আরো জানান।