মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সদ্য ঘোষিত ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছেন উপজেলা ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। রোববার দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে শনিবার বিকেলে এ কমিটির ১৩ জন সদস্য ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিমের হাতে তাদের পদত্যাগপত্র তুলে দেন।
বিক্ষোভ শেষে পদত্যাগ করা ছাত্রদলের ১৩ নেতা জানান, ঘোষিত কমিটিতে আহ্বায়ক সুলতান মাহমুদ একজন বিবাহিত। যুগ্ম আহ্বায়ক আরিফ বিল্লাহ একজন অছাত্র। সেগুলোর নানা প্রমাণপত্রসহ কমিটি ঘোষণার আগে কেন্দ্রীয় ছাত্রদলের দফতরে লিখিত আকারে অভিযোগ দেয়া হয়েছে। তাছাড়া ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী বিবাহিত, অছাত্ররা কোনো কমিটিতে থাকতে পারবেন না।
কিন্তু রহস্যজনকভাবে তাদেরকে এ কমিটিতে রাখা হয়েছে। সদ্য ঘোষিত উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি বিলুপ্তি করে নতুন করে গঠনতন্ত্র অনুসারে কমিটি গঠনের দাবি জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা নাহিদ হাসান ভূইয়া, মাসুম বিল্লাহ, মেহেদী হাসান মিঠু, আলমগীর হোসেন নয়ন, হাবিবুর রহমান হাবিব, জাইদুল ইসলাম, আশরাফুল ইসলাম হৃদয়, কামরুল হাসান, শরীফ হোসেন, ইসহাক, হুমায়ুন কবির টিটু, পাভেল মোল্লা, জোবায়ের মোল্লা, শওকত ওসমান, তন্ময় হাসান প্রমুখ।