বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৮:০৭ অপরাহ্ন

হরতালে নাশকতার মামলায় গ্রেফতার কাউন্সিলর ইকবাল

সংবাদ নারায়ণগঞ্জঃ- হেফাজতের হরতাল চলাকালে নাশকতার ঘটনায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব।

(৬ এপ্রিল) মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে র‌্যাবের অ্যাডিশনাল এসপি মো. জসিম উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

ইকবাল সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি বড়বাড়ী পশ্চিমপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে।

গত ২৮ মার্চ হেফাজত ইসলামের ডাকা সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি পালনকালে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক, সানারপাড় ও শিমরাইল এবং চিটাগাং রোড এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

 

 

 

ওই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় র‌্যাব ও পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে পৃথক ৬টি মামলা করে। গ্রেফতারকৃত ইকবাল হোসেন ওই মামলার এজাহারভুক্ত আসামি।

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD