মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কুতুবপুরে পূর্ব শত্রুতার জেরে বসত ঘরে ঢুকে দুই ভাই রফিকুল ইসলাম ইমন ও শফিকুল ইসলাম সুমনকে মারধর করেছে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীরা বসত বাড়ীতে ব্যাপক ভাংচুর চালায়। এবং তাদেরকে তুলে নিয়ে আটকিয়ে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে।
(৩ এপ্রিল) শনিবার দুপুরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডডের শাহীবাজার আমতলা রাবেয়া আক্তারের বাড়ীতে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে আহত ইমন ও সুমনের মা মোসাঃ রাবেয়া আক্তার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় শাহীবাজার আমতলা এলাকার কুদ্দুস মিয়ার ছেলে ইমন, মৃত গোলাম আলীর ছেলে মানিক, দুলু, মৃত বাচ্চু মিয়ার ছেলে নজরুল ইসলাম, হিরনসহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে অভিযোগ দায়ের করেন।
রাবেয়া আক্তার জানান, পূর্ব শত্রুতার জের ধরে ৩ এপ্রিল সকাল অনুমান সাড়ে ৯ টার সময় দেশিয় অস্ত্র নিয়া ইমন, মানিক, দুলু, নজরুল ইসলাম, হিরন আমার বাড়িতে ঢুকে অকথ্য বাসায় গালাগালি সহ হুমকি প্রধান করতে থাকে। আমি তাদেরকে বাধা দিলে একপর্যায়ে আমাকে সহ আমার ছেলে ইমন ও সুমনকে মারধর করে। এবং সন্ত্রাসীরা আমার বসত বাড়ীতে ব্যাপক ভাংচুর চালায়।
এত বাধা দিলে আমাকে আমার উপরক্ষিপ্ত হয়ে শ্লীলতাহানী করে। এসময় আমার দুই ছেলেকে জোর কের বাড়ি থেকে বের কের তাদের হাতে থাকা লাঠি ও দেশীয় অস্ত্র দ্বারা মারপিট করেতে করতে পাশ^বর্তী এমওএফ খোকানের বাড়ির সামনে নিয়ে আটকিয়ে রাখে। পরে আমি ফতুল্লা মডেল থানায় জানাইলে পুলিশ আমার দুই ছেলেকে উদ্ধার করে।
তিনি আরো জানান, সন্ত্রাসীরা এলাকায় বিভিন্ন ধরনের অপকর্ম করে বেড়ায় যে কোন সময় আমার ছেলেদেরকে প্রাণে মেরে ফেলতে পারে। তাই আমি অভিযোগের ভিত্তিতে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এবিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, পাগলা শাহী বাজার আমতলা এলাকায় একটা মারামারির ঘটেছে এবং এব্যাপারে থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।