শনিবার, ০৩ জুন ২০২৩, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবা নারায়ণগঞ্জঃ- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে গেছে। (১৪ এপ্রিল) বুধবার দুপুর ২টায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর গ্রামের ফরিদ উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে ৪টি ঘরের মালামাল পুড়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোজার ইফতারের প্রস্তুতি নেয়ার সময় রান্নাঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে।
মুহূর্তের মধ্যে বাকি তিনটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ঘরগুলোতে থাকা লোকজন দ্রুত বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন জাগো নিউজকে জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট বা রান্না ঘরের গ্যাস থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।