বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৩:৩২ পূর্বাহ্ন

বিশুদ্ধ পানি সরবরাহে মীর হোসেন মিরু

সংবা নারায়ণগঞ্জঃ- দীর্ঘদিন পাগলা শাহীবাজার এলাকার মানুষ নিরাপদ পানির তীব্র সংকটে ভুগছেন। সাপ্লাইয়ের ময়লা পানির পরিবর্তে বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছেন কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মীর হোসেন মিরু। নিজের বাসায় গভীর নলকূপ বসিয়ে রমজান মাসে নিরাপদ পানি বিতরণ করছেন বলে জানাগেছে।

এদিকে কুতুবপুরে সাপ্লাইয়ের পানি ব্যবহার করা যাচ্ছোনা।ওয়াসার পানি আয়রনমুক্ত করে বিশুদ্ধ করার প্ল্যান্টটির অবস্থা খুবই নাজুক।

 

বিবিএস ও ইউনিসিএফের তথ্যানুসারে, দেশের প্রায় ২ কোটি মানুষ এখনো আর্সেনিকযুক্ত পানি ব্যবহার করে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ডায়রিয়া, কলেরা, আমাশয়, জন্ডিস, হেপাটাইটিস ও টাইফয়েডের মতো শতকরা প্রায় ৮০ ভাগ সংক্রামক রোগ বিশুদ্ধ খাবার পানির অভাবেই হয়ে থাকে।

 

নিরাপদ পানির সংকট মোকবিলায় সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংগঠন এ বিষয়ে এগিয়ে এসেছে। তারই ধারাবাহিকতায় মীর হোসেন মিরু স্থানীয়দের পানির সমস্যা সমাধানের লক্ষ্যে নিরাপদ পানির ব্যবস্থা করেছেন । সামাজিক উন্নয়নে ভূমিকা রাখায় তাকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন ।

 

 

(১৮ এপ্রিল) রবিবার পাগলা ইসলামিয়া বৌ-বাজার বটতলা এলাকায় সরজমিনে গিয়ে দেখাযায় সকাল থেকে রাত পর্যন্ত পানি নেওয়ার ভীড় পারে যায় মানুষের। রমজান মাসে এমন সেবা পেয়ে এলাকাবাসী অনেক আনন্দিত। এলাকাবাসী সূত্রে জানাযায়, সাপ্লাইয়ের পানির সঙ্গে ছোট ছোট কেঁচো আসে এবং তার সঙ্গে ছোট ছোট মাছও আসে। খুব ময়লা পানি। নর্দমার পানিও আসে। বাচ্চাদের পেট খারাপ করে। এই পানি কোনোভাবেই ব্যবহারের উপযোগী না।

আব্বাস বিন ইজ্জত আলী বলেন, মাহে রমজান মাসে আমদের পানির সমস্যা দেখে হাজী মীর হোসেন মীরু যে কাজটি করেছে তাতে আমরা অনেক খুশি এবং আনন্দিত। একজন সমাজসেবকের কাজই হচ্ছে জনসেবা প্রদান করা। এমন মূহুর্তে আমাদের পানির জন্য অনেক কষ্ট করতে হয়। এখন আমাদের কষ্ট করতে হচ্ছে না। আমরা সকাল থেকে রাত পর্যন্ত খাবার পানি সংগ্রহ করতে পারছি। আল্লাহতালা মীর হোসেন মীরুকে ভালো রাখুক আমরা এই দোয়া করি আল্লাহর দরবারে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD