শনিবার, ২২ মার্চ ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
সংবা নারায়ণগঞ্জঃ- পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নেতৃত্বে চাঁদাবাজির শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন অত্র সংগঠনের যুগ্ন সম্পাদক মাহাবুবুর আলম শিকদার । প্রকাশিত সংবাদটিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ওউদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি।
মাহাবুবুর আলম শিকদার সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ নারায়ণগঞ্জকে বলেন, পাগলা বাজার বহুমুখী সমবায় সমিতির নামে পাগলা জালকুড়ি সড়কে চলাচলরত ট্রাক-কভার ভ্যান থেকে স্টিকারের মাধ্যমে মাসোহারা ভিত্তিক চাঁদা আদায়ের সংবাদটি মিথ্যা।
চাঁদা আদায়ের বিষয়ে প্রতিবেদনে পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান বাচ্চুর বিরুদ্ধে যেসব তথ্য উঠে এসেছে সেগুলোকে অস্বীকার করে মাহাবুবুর আলম শিকদার দাবি করেছেন, একটি স্বার্থান্বেষী মহল আমাদের বিরুদ্ধে বিভিন্ন ভাবে ইন্ধন জোগাচ্ছে।
আমি এই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। প্রকৃত ঘটনা হচ্ছে, পাগলা থেকে জালকুড়ি রোডে ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকত।বিষয়টি কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু জানালে তিনি ফতুল্লা মডেল থানা সাবেক অফিসার ইনচার্জ আসলাম হোসেনের সহতায় যানজট নিরশনে আমাদেরকে একটি আহবায়ক কমিটি গঠন করে দেয়। এর পর থেকেই একটি মহল আমাদের পিছনে উঠে পরে লেগেছে।কারন হলো তারা এখান খেকে চাঁদা আদায় করতো। এই কমিটির কারনে তাদের চাঁদা আদায় বন্ধ হয়ে গেছে। তাই তার আমাদেরকে চাঁদাবাজ বানানোর চেষ্টা করছে। আমরা দীর্ঘ ৩০ বছরের যানজট নিরসন করতে সক্ষম হয়েছি। কোন চাঁদাবাজি ছাড়াই কমেছে নারায়ণগঞ্জের জালকুড়ি টু পাগলা রোডের দীর্ঘ যানজট।
তিনি আরো বলেন, সাংবাদিক ভাইদের কে আমি সর্বসময় সম্মান করি। কারণ তারা জাতির বিবেক। মাহাবুবুর রহমান বাচ্চুর বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে। এতে তিনি সামাজিক, মানষিক ও দাফতরিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছে। দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে সংবাদটির বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করা উচিত ছিলো বলে আমি মনে করছি। এই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।