মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবা নারায়ণগঞ্জঃ- ফতুল্লার পাগলায় ৩৫ বছর বয়সী স্বামী পরিত্যাক্তা এক প্রতিবন্ধী নারী ধর্ষনের শিকার হয়ে গর্ভবতী হয়ে পরেছে বলে জানা গেছে।এ ঘটনায় ধর্ষিতা প্রতিবন্ধী নারীর ভাই বাদী হয়ে ফতুল্লা মডেল থানার পাগলা চিতাশাল এলাকার কুসুমবাগ ২ নং গলির খালেক দেওয়ানের পুত্র খলিলুর রহমান(৪২) ও একই এলাকার বজলুর রহমানের পুত্র মোঃ রাসেলে(৪৩) কে আসামী বুধবার রাতে ফতুল্লা মডেল থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছে।
বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়,বেশ কয়েক বছর পূর্বে তার বোনের বিয়ে হয়েছিলো।কিন্তু তার বোন প্রতিবন্ধী হওয়ায় দুই মাস পর স্বামী তাকে ফেলে রেখে চলে যায়।এরপর থেকে তার বোন তাদের নিকট রয়েছে।
অপর দিকে ধর্ষক খলিলুর রহমান তাদের বাসায় এক সময় ভাড়া থাকতো এবং চিতাশাল ২ নং গলিতে তার একটি ঔষধের দোকান রয়েছে।পাশাপাশি ধর্ষক রাসেলের ও তাদের পাড়া প্রতিবেশী।সে সুবাদে ধর্ষকরা তাদের পূর্ব পরিচিত।মাঝেমধ্যে তার বাবা- মা প্রয়োজনীয় ঔষধ আনার জন্য ধর্ষক খলিলুলের দোকানে পাঠাতো।
এরই ধারাবাহিকতায় চলতি বছরের জানুয়ারী মাসের ১৭ তারিখ দুপুর ১ টার দিকে তার বাবা প্রতিবন্ধী বোনকে ঔষধের দোকানে ঔষধ আনতে পাঠায়।এ সময় ধর্ষক খলিলুর রহমান তার বোনকে ফুসলিয়ে ঔষধের দোকানের পেছনে রুমে নিয়ে গিয়ে রুগীদের শোবার বেডে নিয়ে গিয়ে ধর্ষন করে।
পরবর্তীতে প্রায় সময় তার বোনকে নানা প্রলোভন দেখিয়ে ধর্ষক খলিলুর তার বোনকে ধর্ষন করতো।অপরদিকে জানুয়ারী মাসের ৩১ তারিখ সন্ধ্যায় তার বোন খুপুর বাসায় যাবার পথে পাশের বাড়ীর বজলুর রহমানের পুত্র রাসেল তার বোনকে ফুসলিয়ে নিজ বাসায় নিয়ে গিয়ে ধর্ষন করে।গত কয়েকদিন যাবৎ তার বোন অসুস্থ বোধ করলে চলতি মাসের ১১ তারিখে পাগলাস্থ নিউ ডক্টরস্ ডায়াগোনস্টিক সেন্টারে নিয়ে আল্ট্রাস্নোগ্রাফ করালে তার বোনের ৩ মাস এক দিনের গর্ভবতী হওয়ার বিষয়টি ধরা পরে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান,বাদীর লিখিত অভিযোগ তদন্ত করে প্রমান পেয়ে বুধবার রাতে তা মামলা হিসেবে গ্রহন করা হয়।আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহ্যত রয়েছে বলে তিনি জানান।