বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০:৫৬ অপরাহ্ন

রূপগঞ্জে অপমৃত্যুর মামলা হত্যা মামলায় রুপান্তর

সংবা নারায়ণগঞ্জঃ-নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিয়াং হো রোং নামে এক চীনা নাগরিককে শ্বাসরোধে হত্যা করার ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। লিয়াং হো রোং তারাব পৌরসভার মাসাবো এলাকায় জু-জো ইন্ডাস্ট্রিজ নামের একটি ব্যাটারি কারখানায় প্রকৌশলী হিসেবে কর্মরত ছিল।

Mir cement

গত ১৩ মার্চ কারখানার ভেতরে তার থাকার কক্ষ থেকে পুলিশ ঝুলন্ত মরদেহ উদ্ধার করে একটি অপমৃত্যুর মামলা করে।  এদিকে শনিবার সকালে ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে শ্বাসরোধ করে হত্যার বিষয়টি উঠে আসলে হত্যা মামলা করা হয়।

 

রূপগঞ্জ থানার ওসি জসিম উদ্দীন জানান, উপজেলার মাসাব এলাকার লিথুন ফেব্রিক্সের বন্ধ কারখানাটি ৪ বছর আগে ভাড়া নেয় জু-জো ইন্ডাস্ট্রিজ নামক একটি চীনা কোম্পানি। কোম্পানিটি এখানে অটোরিকশার ব্যাটারি তৈরি করত।

 

লিয়াং হো রোং শুরু থেকে এ ফ্যাক্টরিতে ইলেকট্রিক প্রকৌশলী হিসেবে র্কমরত ছিলেন। দেড়মাস চীনে গিয়ে ছুটি কাটিয়ে ১০ মার্চ লিয়াং হো রোং কারখানায় পুনরায় যোগদান করেন। ১৩ মার্চ দুপুরে নিজ কক্ষ থেকে লিয়াং হো রোং এর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

 

 

পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠান।

এ ঘটনায় তখন রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছিল। এ ঘটনায় রূপগঞ্জ থানার এসআই মোবারক হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি দিয়ে একটি হত্যা মামলা করেন। ঘটনার সঙ্গে জড়িতদের বের করে আইনের আওতায় আনা হবে বলেও জানান ওসি।

 

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD