মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবা নারায়ণগঞ্জঃ- গত ২০ শে এপ্রিল সোমবার পাগলায় সন্ত্রাসী মিঠুন বাহিনী হামলায় নিহত ভিপি রাজীবের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গরীর ও দুস্থদের মাঝে ইফতার বিতরনের করা হয়েছে।
সোমবার (২৬ এপ্রিল) পাগলা বৌবাজার এলাকায় নিহত ভিপি রাজীবের বাসায় অসহায় দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মীর হোসেন মিরু। এবং বিভিন্ন মসজিদে রাজীবের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
এসময় মীর হোসেন মিরু বলেন, ভিপি রাজীব হত্যার একটি বছর পার হয়ে গেলে। কিন্তু হত্যাকারী এক জনকে পুলিশ এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। ভিপি রাজীবকে সন্ত্রাসীরা দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছে।
আমি প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি যারা ভিপি রাজীব নিঃসংশ ভাবে হত্যা করেছে তাদের অতি সত্যর গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি। তাহলেই তার আত্মা শান্তি পাবে।