শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- পাগলা শাহী বাজার কবরস্থান রোডের সামনে দীর্ঘদিন জমে থাকা পানি নিষ্কাশনের উদ্যোগ নিয়েছেন।পানি নিষ্কাশনের জন্য নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি একেএম শামীম ওসমানের আস্থাভাজন ও কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর হোসেন মিরু নিরলস পরিশ্রম করে যাচ্ছে। ।
এলাকাবাসী জানায়, মিরু কোন জন প্রতিনিধি না, কিন্তু জন সাধারনের কথা চিন্তা করে নিজ উদ্যোগেই পানি নিষ্কাশনের জন্য নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। এতে দীর্ঘদিনের জলাবদ্ধতা ধুর হাওয়ায় সাধারণ মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি অবশেষে জলাবদ্ধতা থেকে মুক্ত হলো।
তারা আরো জানায়, দীর্ঘদিনের কবরস্থান রোডে জলাবদ্ধতার কারণে মসজিদে আসা লোকদের চরম ভোগান্তিতে পড়তে হতো। মিরুর উদ্যোগটিকে আমরা সাধুবাদ জানাচ্ছি। এবং সেই সাথে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুকেও ধন্যবাদ জানাচ্ছি, মিরু উদ্যোগের কারণে আজ এ রাস্তাটি দীর্ঘদিন পর জলাবদ্ধতা থেকে মুক্তি পেল।
এ বিষয়ে কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর হোসেন মিরু বলেন, দীর্ঘদিন ধরে কবরস্থান রোড জলাবদ্ধতায় আবদ্ধ ছিল, আমি কুতুবপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুল আ সেন্টুর সহযোগিতায় জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিয়েছি। কেননা শাহী বাজার থেকে বের হতে গেলেই আমাদের এই রাস্তাটি ব্যবহার করতে হয় এতে করে সাধারণ জনগণের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এদিকে ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় আশেপাশের বাড়ি ঘরের ময়লা পানি রাস্তায় এসে জমে থাকে এতে করে মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের সমস্যা দেখা দিয়েছে। শাহী বাজার কবরস্থান মসজিদের কমিটির সকলকে সাথে নিয়ে এই জলাবদ্ধতা নিরসনের জন্য কাজ করে যাচ্ছি।