শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:২৯ অপরাহ্ন

পাগলা চিতাশালে শ্রমিক দিবসে ইমরিত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সমাবেশ-র‌্যালি

সংবাদ নারায়ণগঞ্জঃ- মহান মে দিবস উপলক্ষে পাগলা চিতশিাল এলাকায় র‌্যালি ও আলোচনা সভা করেছেনি ইমরিত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ(ইনসাব)।

বিজ্ঞাপন

(১ মে)শনিবার সকালে পাগলা চিতশিাল এলাকায় ইমরিত নির্মাণ  শ্রমিকদের নিয়ে সংগঠনের নেতা কর্মীরা র‌্যালি শেষ করে মানববন্ধন করে।পাগলা চিতশিাল এলাকায় বিক্ষোভ মিছিল নিয়ে ইমরিত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ(ইনসাব)কাযালয়ে সামনে মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় ফতুল্লা থানা ইমরিত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ(ইনসাব)এর সভাপতি খলিলুর রহমান বলেন,আন্তর্জাতিক শ্রমিক দিবসের ইতিহাস আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস। ইতিহাসের ধারাবাহিকতায় আজও শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন ও সংগ্রামের পথ বেছে নিতে হচ্ছে।

 

তিনি আরো বলেন, শ্রমিকদের জীবনের সুরক্ষা, স্বাস্থ্য, চিকিৎসাসহ আসন্ন ঈদুল ফিতরের আগে শ্রমিকদের ঈদ বোনাস, ঝুঁকি ভাতা, রেশনিং ও বেতন ভাতা পরিশোধ করতে হবে। এছাড়া শিল্প অঞ্চলগুলোতে শ্রমিক ও শ্রমজীবীদের জন্য পর্যাপ্ত পরিমাণ পরিবহনের ব্যবস্থা করতে হবে।

 

সাধারন সম্পাদক খবির উদ্দিন বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এছাড়া শ্রম আইন বিধিমালা প্রণয়নের কাজ চলছে।

 

এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা ইমরিত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ(ইনসাব)এর সহ সভাপতি মোঃ সেলিম, যুগ্ন সম্পাদকমোঃ রুহুল আমিন, মোঃ মোস্তাফা, সাংগঠনিক সম্পাদক বেলায়েত আহম্মেদ, সমাজ কল্যান সম্পাদক মোঃ খলিলুর রহমান, মোঃ বাবুল আহম্মেদ,

আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা ইমরিত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ(ইনসাব)এর প্রতিষ্ঠাতাগোলাম রাব্বনী, মধ্য রসুলপুর কমিটির সাধারন সম্পাদক মোঃ সেলিম, নন্দালালপুর শাখার সভাপতি আনোয়ার হোসেন, পশ্চিম রসুলপুর ৬নং শাখার সভাপতি আব্দুর সাত্তার, সাধারন সম্পাদক মোঃ জয়নাল, ইসলামিয়া বাজার শাখার সভাপতি আব্দুর রহমান, সাধারন সম্পাদক মামুন খলিফা, নন্দালালপুর বটতলা শাখার সভাপতি সোহেল রানা, সাধারন সম্পাদক কাউসার আহম্মেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD