শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:৪২ পূর্বাহ্ন

তিন দফা দাবিতে আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার বিক্ষোভ

সংবাদ নারায়ণগঞ্জঃ- গণপরিবহন চালুসহ তিন দফা দাবিতে পাগলায় বিক্ষোভ মিছিল করছেন বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার নেতৃবৃন্দ ও পরিবহন শ্রমিকরা। পরিবহন শ্রমিকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে- স্বাস্থ্যবিধি মেনে আসনের অর্ধেক যাত্রী নিয়ে নৌ-পরিবহন ও পণ্য পরিবহন চলাচলের ব্যবস্থা করা,

বিজ্ঞাপন

সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা দেওয়া এবং সারাদেশে বাস ও ট্রাক টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকায় ওএমএসের চাল বিক্রির ব্যবস্থা করা।

(২ মে) রোববার  সকাল ১০টার পাগলা বাজার এলাকায় বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সভাপতি আলহাজ্ব কাউসার আহম্মেদ পলাশের নির্দেশে পাগলা শাখার নেতৃবৃন্দ ও পরিবহন শ্রমিকরা বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে বিক্ষোভ মিছিল অংশ নেন৷

 

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত সারা দেশে ২৪৯টি পরিবহন শ্রমিক ইউনিয়ন এ আন্দোলন কর্মসূচি পালন করছে৷

 

এর পাশাপাশি মঙ্গলবার (০৪ মে) সারাদেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করার কথা রয়েছে পরিবহন শ্রমিকদের৷

 

 

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সহ সভাপতি আঃ করিম তাপু, পাগলা শাখার সাধারন সম্পাদক মোঃ জজ মিয়া, ডুগ্ন সম্পাদক আলম মিয়া, সহ সম্পাদক ফিরোজ মিয়া, সাংগঠনিক সম্পাদক বশির মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক উবায়েদুর রহমান উবায়েদ, ইমরান হোসেন (সুরুন) দপ্তর সম্পাদক সফিকুর রহমান, প্রচার সম্পাদক হারুন মিয়া, সমাজ কল্যান সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD