শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:৩৮ পূর্বাহ্ন

ফতুল্লার ভুইগর যুবককে মারধর করে মিথ্যা স্বীকারোক্তিঃ থানায় শ্রী মাখন চঁন্দ্র গংদের বিরুদ্ধে অভিযোগ

সংবাদ নারায়ণগঞ্জঃ- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ভুইগর নিতাইপুর এলাকায় এক যুবককে মারধর করে জোর করে মিথ্যা স্বীকারোক্তি প্রদানের অভিযোগ উঠেছে শ্রী মাখন চন্দ্র সরকারের গং দের বিরুদ্ধে। বিজ্ঞাপন

এই ঘটনায় ওই যুবক মোঃ রুবেল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মাখন চন্দ্র সরকার, রুহুল স্টিার রুহুল, রুহুল, ইমরান, বেলায়েত হোসেন, মারুফ ও সোহাগের বিরুদ্ধে। ভুক্তভোগী রুবেল ভুইগর নিতাইপুর এলাকার মোঃ বাবুল মিয়ার ছেলে।

 

লিখিত অভিযোগ থেকে ও রুবেল জানান, উল্লেখিত বিবাদীরা এলাকার ভূমিদস্যু এবং বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। (৩ মে) দুপুর ১ টার সময় আমি হুসারী থেকে বাড়ি ফেরার পথে উক্ত বিবাদীরা আমার রাস্তা রোধ করে আমার সাথে বিভিন্ন খারাপ আচরণ করতে থাকে। এক পর্যায়ে অজ্ঞাত আরো ৪/৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমাকে জোরপূর্বক ভূগর্ভস্থ রঘুনাথপুর এলাকার বাড়িতে নিয়ে যায়। সেখানে আমাকে এলোপাতাড়ি মারধর করতে থাকে।

 

এবং আমাকে মিথ্যা বানোয়াট কথা শিখিয়ে দেয়া তা বলার জন্য জোর পূর্বক চাপ প্রয়োগ করে। আমি তাদের ভয়ে কোন উপায় না পেয়ে তাদের শিখানো কথা মত আমাকে কুতুবপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন, যুবলীগ নেতা সেলিম সরকার সহ বিভিন্ন লোকদের নাম বলতে বলে।

 

আমি তাদের মারধর থেকে বাঁচতে তাদের শিখানো মত কথা বলি। তারা এই কথাগুলো মোবাইলে রেকর্ড করে ফেসবুকে ছেড়ে দেয়। এবং আমাকে বিভিন্ন প্রকার ভয় ভীতিও প্রাণনাশের হুমকি প্রদর্শন করে। এক পর্যায়ে তারা সাদা স্ট্যাম্প পেপারে আমার ও আমার মায়ের স্বাক্ষর নেয়। পরে তারা হুমকি প্রদান করে যদি এই বিষয়ে তুই কোন থানা পুলিশ করিস তাহলে তোর মাকে হত্যা করে ফেলবো।

পরে এ বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে থানায় এসে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করি।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার এসআই রওশন ফেরদৌস বলেন, ভূইগর এলাকায় যুবককে মারধর করে মিথ্যা স্বীকারোক্তি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD