শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দখলের মহোৎসব চলছে সরকারি জমি। এসব জমিতে নিজেদের মতো করে দোকান পাট তুলে টাকা আদায় করছে কেউ কেউ। সওজ সরকারি এসব সম্পত্তি থেকে বার বার উচ্ছেদ অভিযান চলে। কিন্তু উচ্ছেদের পর পরই আবারো দখলে নিয়ে যায় দখলবাজরা।
খোজ নিয়ে জানা গেছে,কয়েক মাস পূর্বে সওজ কতৃপক্ষ রূপগঞ্জের ভুলতা,গাউছিয়া,গোলাকান্দাইল, রূপসী, বরপা এলাকায় বেশ কিছু দোকান উচ্ছেদ করে অভিযান বন্ধ করে দেয়। এর পর কিছুদিন যেতে না যেতেই পুরানো দখলদারসহ নতুনরা দখলোৎসবে মেতে উঠেছে।
ভুলতা এলাকায় গিয়ে দেখা যায়,ফ্লাইওভারের দক্ষিণ প্রান্তে সওজ অধিগ্রহণকৃত ভুলতা মৌজার সিএস ৫১৭ দাগে নির্মাণ করা হয়েছে কয়েকটি দ্বিতল বাড়ি।যার মালিক নূর মিয়া,চান মিয়া ও কাইউম। এলাকাবাসী জানান,ফ্লাইওভার নির্মাণের সময় এসব বাড়ি আংশিক উচ্ছেদ করে ভবিষ্যতে স্থাপনা নির্মাণ না করার জন্য বলা হয়েছে। তারা তা মানেনি ।
তারই পাশে ৫১৬ দাগে ট্রাকভর্তি বালু ফেলে নতুন করে স্থাপনা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন আল আমিন নামের এক যুবক। জিজ্ঞাসাবাদে তিনি জানান,আমি মালিকানা জায়গাতে কাজ করছি। সওজের নয়। তবে স্থানীয় ভুমি অফিস ও সার্ভেয়ারদের দেয়া তথ্যমতে এসকল জমি সওজের অধিগ্রহণ করা।
এলাকাবাসী জানান, আলামিনের নেতৃত্বে গাউছিয়া মার্কেট এলাকা মহাসড়কের দু’পাশে কয়েকশো দোকান বসিয়ে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। এসব দোকানির কাছে পুলিশের নাম ভাঙানো হয় বলে দোকানিরা জানান।
ভুলতা পুলিশ ফাড়ির ইনচার্জ নাজিম মজুমদার জানান, কিছু লোক ফুটপাত থেকে টাকা তোলে বলে শুনেছি। আমরা প্রতিদিনই দোকানিদের তাড়া করি। আবার বসে।