মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- সংবাদ নারায়ণগঞ্জঃ- ফতুল্লায় ৫০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোঃ শরিফুল হক। (১১ মে) মঙ্গলবার বিকেলে ফতুল্লার বিভিন্ন এলাকায় তিনি এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল, দুইটি মুরগি, পোলাও চাল, চিনি, তেল, সেমাই, আলু, পিয়াজ ও দুধ।
এ সময় আবু মোঃ শরিফুল হক বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে সবচেয়ে বেশি বিপর্যস্ত সাধারণ খেটে খাওয়া মানুষ তাই তাদের দুঃখ লাগবে জন্য আমার সামর্থ্য অনুযায়ী তাদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করেছি মাত্র।
আমি যতদিন বেঁচে থাকব এবং আল্লাহ্ আমাকে যতদিন তৌফিক দান করবেন আমি ততদিনে এভাবে যেন তাদের পাশে থেকে তাদেরকে সাহায্য সহযোগিতা করে যেতে পারি।
তিনি বলেন, আমার নেতা নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ্ব একেএম শামীম ওসমানের মত সর্বদাই মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন।