ষ্টাফ রিপোর্টঃ- আবাহনী- মোহামেডান কেউ কাউকে নাহি ছাড়ে সমানে সমান। ফুটবলপ্রেমী দর্শকদের মাঝে এখনো আবাহনী- মোহামেডান মানেই টানটান উত্তেজনা ও রোমাঞ্চকর উম্মাদনা। চিরপ্রতিদ্বন্দ্বি এই দুটি দলের নাম শুনলে এখনো ফুটবলপ্রেমী দর্শকরা নাওয়া খাওয়া ভুলে ছুটে চলে মাঠের পানে। যদিও সময়ের ব্যবধানে এদুটো দলের জৌলুস আগের মতো নেই। তারপরও আবাহনী- মোহামেডান এর লড়াই মানে অন্য রকম অনুভূতি, অন্য রকম উত্তেজনা ও রোমাঞ্চ।
এবার সেই উত্তেজনার পারদ ছড়িয়ে দিতে আলীগঞ্জ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রীতি ফুটবল ম্যাচ। আর সেই প্রীতি ফুটবল ম্যাচ এ একে অপরের মুখোমুখি হবে দর্শকদের মনে সাড়াজাগানো দুই চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব ও চট্রগ্রাম আবাহনী।
আগামী ৩ রা ফেব্রুয়ারি সোমবার বিকেল ৩ টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন আলীগঞ্জ খেলার মাঠে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব ও চট্রগ্রাম আবাহনীর মধ্যকার জমজমাট এ প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচটিকে ঘিরে ইতিমধ্যে তোলপাড় শুরু হয়েছে ফুটবলপ্রেমী দর্শকদের মাঝে। বাড়তি উন্মাদনা ও উৎসাহ পরিলক্ষিত হচ্ছে সর্বত্র।
আলীগঞ্জ ক্লাবের সমাজকল্যাণ সম্পাদক ও ক্লাবের ফুটবল সেক্রেটারি হাজী মোঃ রফিকুল ইসলাম শামীম ফুটবলপ্রেমী দর্শকদের জমজমাট এ খেলাটি দেখার আমন্ত্রণ জানিয়ে বলেন, এ প্রীতি ম্যাচের সভাপতিত্ব করবেন আলীগঞ্জ ক্লাবের সভাপতি ও নন্দিত শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ, বাদল রায়, জনি, রিয়াজ, গাফফার, সাব্বির, নকিব, আরমান আজিজ সহ অনেকেই।