মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় সড়ক ও নৌপথের শির্ষ স্থানীয় চোরাই তেল কারবারী পাভেল ওরফে মির্জা পাভেল (৪২)কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
বুধবার(১৯মে) সকাল ১১ টার দিকে তাকে ফতুল্লা থানার পঞ্চবটী এলাকা থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত পাভেল ফতুল্লা মডেল থানার পঞ্চবটী গুলশান রোডের মৃত মৌলভী হাবিবুর রহমানের পুত্র।
থানা পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ১১ টার দিকে ফতুল্লা মডেল থানার উপ- পরিদর্শক হুমায়ুন(১) সঙ্গীয় ফোর্স সহ পঞ্চবটী এলাকায় অভিযান চালিয়ে শির্ষস্থানীয় চোরাইতেল কারবারী একাধিক মামলার আসামী পাভেল ওরফে মির্জা পাভেল কে গ্রেফতার করে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন(১) জানায়,এপ্রিল মাসের শেষের দিকে ফতুল্লা থানায় দায়ের করা একটি মারামারি মামলার পলাতক আসামী ছিলো পাভেল ওরফে মির্জা পাভেল।বুধবার সকালে তাকে পঞ্চবটী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।এবং সেই মামলায় তাকে আদালতে প্রেরন করা হয়েছে।এর আগে একই মামলায় মির্জা পাভেলের ছোট ভাই মেজর বাবু কেও গ্রেফতার করা হয়েছিলো বলে তিনি জানান।
উল্লেখ্য যে,২৮ এপ্রিল বেলা সাড়ে ১২টার দিকে ফতুল্লার পুলিশ লাইন্স সংলগ্ন আরবি নীট ওয়্যার থেকে প্রতিষ্ঠানটির মালিক পক্ষের সম্মতিক্রমে ঝুট মালামাল নামাচ্ছিল ব্যবসায়ী মিজানুর রহমান।
এসময় সন্ত্রাসী মির্জা বাবু ওরফে মেজর বাবুসহ তার বড় ভাই তেলচোরা মির্জা পাভেল লোকজন নিয়ে ঝুট ব্যবসায়ী মিজানুর রহমানের উপর সশস্ত্র হামলা চালিয়ে তাকে রক্তাক্ত করে মালামাল ও নগদ দেড় লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়। ওই ঘটনায় ভুক্তভুগি মিজানুর রহমান ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।মামলায় মির্জা পাভেল ও তার ভাই মেজর বাবুর নাম উল্লেখসহ অজ্ঞাত নামা ১৫ থেকে ২০ জনকে আসামী করা হয়।
জানা যায়, প্রভাবশালী এক নেতার নাম ভাঙ্গিয়ে ফতুল্লার পঞ্চবটিতে তেলের ডিপো থেকে বছরের পর বছর তেল চুরি করে বেড়াচ্ছে মির্জা পাভেল ও তার ভাই মেজর বাবু। তেল চুরির সেক্টর নিয়ন্ত্রণের পর এবার মাসদাইর পুলিশ লাইন্স এলাকায় ঝুট সেক্টর নিয়ন্ত্রণে মরিয়া হয়ে উঠেছে এই গ্রুপটি। সেই লক্ষে নিজ ছোট ভাই বাবু ওরফে মেজর বাবুকে নিয়ে মির্জা পাভেল গড়ে তুলেছে একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনীও।
ওই বাহিনীতে অবৈধ অস্ত্রের মজুদ রয়েছে বলে অভিযোগ রয়েছে। ইতিপূর্বে র্যাব, পুলিশ ও ডিবির হাতে একাধিকবার গ্রেফতার হলেও দাপিয়ে বেড়াচ্ছিল সন্ত্রাসী মির্জা পাভেল ও মেজর বাবু। ৩ হাজার লিটার চোরাই জ্বালানি তেলসহ মির্জা পাভেলকে র্যাব গ্রেফতার করলেও লাগাম কষা যায়নি চিহ্নিত এই সন্ত্রাসীর। সর্বশেষ ঝুট দখলে তান্ডব চালানোর মামলায় প্রথমে গ্রেফতার হয় মেজর বাবু পরবর্তীতে গ্রেফতার হলো শির্ষস্থানীয় চোরাই তেল কারবারী মির্জা পাভেল।