সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- ফতুল্লায় কাজল নামে অন্তঃসত্ত্বা এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।( ২৪ মে) সোমবার দুপুরে ফতুল্লার দক্ষিণ সস্তাপুরে এ ঘটনা ঘটে।
নিহত কাজল নিলফামারীর কিশোরগঞ্জ থানার ইউসুফ আলীর মেয়ে এবং দক্ষিণ সস্তাপুরের মানিক মিয়ার স্ত্রী। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন।
জানা গেছে, দাম্পত্য কলহের জেরে সকালে মায়ের ঘরের সিলিংয়ে ফাঁস দিয়ে কাজল আত্মহত্যা করেছেন।
ফতুল্লা মডেল থানার এসআই জাকির মাসুদ জানান, কাজল তার ভ্যানচালক স্বামীকে নিয়ে সস্তাপুরের নান্নু মাতব্বরের বাসায় ভাড়া থাকতেন। একই বাড়িতে থাকতেন তার মা ও বোন।
তারা গার্মেন্টসে চাকরি করতেন। দুপুরে তারা বাসায় ফিরে কাজলের ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।