শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:২৯ পূর্বাহ্ন

ফতুল্লায় ১ হাজার পিছ ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সাঞ্জু ও তার সহযোগী গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জঃ- ১ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট সহ শহরের মাদক সম্রাজ্ঞী সাঞ্জু আক্তার(২০) ও এক সহযোগীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। (২৫ মে) মঙ্গলবারসন্ধ্যায় ফতুল্লার কাশিপুর হাটখোলা জুনিয়র হাই স্কুলের প্রধান ফটকের সামনের রাস্তা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলো জেলার সদর থানার নলুয়াপাড়া বাপ্পি চত্ত্বরস্থ নজরুল ইসলাম বাবু ওরফে কমলেট বাবুর স্ত্রী সাঞ্জু আক্তার ও তার সহোযোগি ১ নং বাবুরাইল জোড়পুলের মোঃ জোসেফ ওরফে উত্তমের পুত্র নওমুসলিম সাফওয়ান ইসলাম জয়(২৬)।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার এস,আই আশিষ কুমার সঙ্গীয় ফোর্স সহ কাশিপুর হাটখোলাস্থ জুনিয়র হাই স্কুলের প্রধান ফটকের সামনের রাস্তায় অভিযান চালিয়ে মাদক সম্রাজ্ঞী সাঞ্জু ও নওমুসলিম যুবক জয় কে গ্রেফতার করে।এ সময় তাদের নিকট থেকে ১ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

 

অভিযানে নেতৃত্বদানকারী ফতুল্লা মডেল থানার এস,আই আশিষ কুমার দাস জানান,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় কাশিপুর হাটখোলা জুনিয়র হাই স্কুলের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।এ সময় তাদের নিকট থেকে ১হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃত সাঞ্জুর স্বামী কমলেট বাবু নিজেও একজন মাদক ব্যবসায়ী।সাঞ্জুর স্বামী কমলেট বাবু বর্তমানে কারাগারে আটক রয়েছে।কারাগারে আটক স্বামীর অবর্তমানে তিনিই মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো বলে তিনি জানান।

ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান,মাদকের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানা পুলিশের ধারাবাহিক অভিযান চলছে।মাদকের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানা পুলিশ জিরো টলারেন্স।এই মাদক বিরোধী অভিযান অব্যহ্যাত থাকবে।এবং মাদকের ব্যবসায়ীরা যতোই শক্তিশালী হউক না কেনো কাউকে ছাড় দেয়া হবেনা বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD