বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীতে ভরণপোষণের দায়িত্ব না নেয়ায় জাহানারা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা তার সন্তানদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন। (২৬ মে) বুধবার সকালে তিনি থানায় অভিযোগ করেন।
অভিযুক্তরা হলেন মাহবুব আলম (৪০) ও তার স্ত্রী সায়েমা আক্তার (৩৫) এবং কেরামত আলী (৩৭) ও তার স্ত্রী মুন্নী আক্তার (৩০)।
অভিযোগ সূত্রে জানা যায়, জাহানারা বেগমের সন্তানরা তার ভরণপোষণ দেন না। তার স্বামীর একটি ফার্মেসি ছিল। মারা যাওয়ার পর থেকে ফার্মেসির ভাড়া ছেলেরা পুরোটোই নিয়ে যান। তিনি এর অংশ চাইলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন সন্তানরা। এমনকি মাঝে মাঝে তার ঘরের বিদ্যুৎ সরবরাহও বন্ধ করে দেয়া হয়।
এছাড়া পুত্রবধূদের কাছে খাবার চাইলে তারাও বৃদ্ধার সঙ্গে খারাপ আচরণ করেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা বৃদ্ধার পরিবারের সঙ্গে কথা বলে তাদের ব্যাপারটি বুঝিয়েছি। এরপরও যদি ভরণপোষণের দায়িত্ব না নেয়া হয় তাহলে ব্যবস্থা নেয়া হবে।