মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।বুধবার (২৬ মে) বিকালে দিকে ফতুল্লা রেলষ্টেশন ব্যাংক কলনী এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী মোখলেছকে তার বাড়ির থেকে তাকে হেরোইনসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোখলেছ (৫০)। তিনি ফতুল্লা রেলষ্টেশন ব্যাংক কলনী এলাকায় বসবাস করেন । এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী হান্ড্রেট বাবুর সহযোগী নামে তিনি পরিচিত।
ফতুল্লা মডেল থানার এসআই আশিক ইমরান জানায়, দীর্ঘদিন ধরে ফতুল্লা ব্যাংক কলোনী এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে মোখলেছ। গোপন সংবাদের ভিত্তিতে আজ ফতুল্লা রেলষ্টেশন ব্যাংক কলনী এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী মোখলেছের বাড়িতে অভিযান পরিচালনা করে হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়।
এরপর তার কাছ থেকে হেরোইন পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মাদক ব্যবসায়ী বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ।