মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১২:২১ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- পূর্ব শত্রুতার জের ধরে ফতুল্লায় দেড় বছরে এক শিশুকে ধর্ষণের চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে পাগলা দক্ষিন রসূলপুর মাঠাপট্টি এলাকায়।
এ ঘটনায় (২৫ মে) মঙ্গলবার রাতে শিশুর বাবা মনির বিশ্বাস ফতুল্লা মডেল থানায় মোঃ সোহাগের বিরুদ্ধে একটি ধর্ষণচেষ্টার অভিযোগ দায়ের করেছে। অভিযুক্ত মোঃ সোহাগ পাগলা দক্ষিণ রসূলপুর সুতা ফ্যাক্টারী এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে।
অভিযোগ থেকে ও শিশুটির বাবা জানান, দীর্ঘদিন ধরে মোঃ সোহাগের সাথে পারিবারিক ধন্ধ চলছিল। এর জের ধরে সোহাগ প্রায় সময় আমাকে সহ আমার পরিবারের লোকজনদের অকথ্য ভাষায় গালাগালিসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি সহ প্রাণ নাশের হুমকি প্রদান করে আসিতেছিল।
এরি ধারাবাহিকতায় গত (২৪ মে) সোমবার বিকাল আনুমানিক ৩ টার সময় আমার বাসায় এসে আমার ভাতিজির কাছে থাকা আমার শিশু মেয়ে আয়েশা আক্তাকে জোরপূর্বক নিয়া যায়। পরবর্তীতে খাঁজাখুজির একপর্যায়ে বিকাল ৫টার সময় আমার মেয়েকে বাসা সংলগ রাস্তায়্ন দেখিতে পাই। এবং আমার দেড় বছরের মেয়ের শরীরের বিভিন্ন স্থানে মুখের কামর দাগ দেখতে পাই।
পরবর্তীতে আমার দেড় বছরের মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলেন শরীরের স্পর্শকাতর স্থানে হাতাহাতি করে এবং আমার মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করেছে। পরে বিষয়টি স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গদের জানিয়ে থানায় অভিযোগ দায়ের করি।
এবিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, এই ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।