শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- গত (২৫ মে) শনিবার নারায়ণগঞ্জের একটি অনলাইন নিউজ পোর্টালে চাঁদাবাজির অভিযোগ’ শিরোনামে প্রকাশিত মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা রিক্সা চালক ইউনিয়ন এর সাধারন সম্পাদক আজিজুল।
এ বিষয়ে তিনি বলেন, আমাকে জড়িয়ে চাঁদাবাজির যে অভিযোগ করা হয়েছে এবং এ বিষয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
আজিজুল বলেন, আমরা শ্রমিক সংগঠন করি শ্রমিকের সুখ দুঃখে সব সময় তাদের পাশে থেকে তাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি। আমরা চাঁদা আদায় করি না। আমরা শ্রমিকদের স্বার্থে শ্রমিকদের কল্যাণে কাজ করি। হয়তো কিছু লোক এ বিষয়টি মানতে পারছে না তাই তারা আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সাংবাদিকদের ভাইদের মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে অটো রিক্সা থেকে চাঁদা আদায় মিথ্যা সংবাদ প্রকাশ করাচ্ছে।
আজিজুল আরো বলেন, আমার বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে যেটি আদৌ সত্য নয় আমি কখনো কোন রিক্সার গ্যারেজে গিয়ে বা আমার কোনো লোক চাঁদা আদায় করেনা। যারা আমার কারণে চাঁদা আদায় করতে পারে না তারাই হয়তো আমার বিরুদ্ধে এই মিথ্যা ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে।
আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন আমার কোনো লোক রাস্তায় চাঁদা আদায় করে কিনা এবং আমার কোনো লোক অটো রিক্সার গ্যারেজে গিয়ে চাঁদা আদায় করে কিনা। আপনারা অনুসন্ধান করেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ।
আমার সংগঠনের সফলতায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল মিথ্যা সংবাদ প্রচার করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং আমাকে সমাজে হেয়-প্রতিপন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি নারায়ণগঞ্জের ওই অনলাইন নিউজ পোর্টালের কর্তৃপক্ষসহ সকল সম্মানিত গণমাধ্যমকর্মীদের অনুরোধ জানাচ্ছি- আপনারা এমন মিথ্যা সংবাদ সরবরাহকারীদের দ্বারা প্রভাবিত না হয়ে প্রকৃত ঘটনা খতিয়ে দেখুন এবং ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকুন।