মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা ইউনিয়ন বিএনপি’র সমাবেশে মিছিল নিয়ে মন্টু মেম্বারের যোগদান জাকির খানের মুক্তির দাবিতে ছাত্রদল নেতা পলাশের বিক্ষোভ মিছিল ফতুল্লায় শ্রমিকলীগ নেতার বাড়ির ডাকাতি : ১ মাসেও উদ্ধার হয়নি মালামাল ফতুল্লায় মামলা তুলে নিতে বাদীর পরিবারকে হত্যার হুমকি দিলো ফজলুল হক ফতুল্লায় নির্মাণাধীন ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ১৫ আগস্ট পালন করেছেন গিয়াস উদ্দিন-রিয়াদ চৌধুরী ফতুল্লায় দাপা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষককে পূর্ণবহাল না করার দাবিতে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কুত্তা লীগের ঠাঁই বাংলার মাটিতে হবে না, পান্না মোল্লা ভারতে পালানোর সময় ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা রুস্তম গ্রেফতার

ফতুল্লায় ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ

সংবাদ নারায়ণগঞ্জঃফতুল্লায়  চার পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার পুলিশ(৩০মে) রোববার ভোর সকালে ফতুল্লা থানার জেলা পরিষদ সংলগ্ন ঢাকানারায়নগঞ্জ মহা সড়কের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয় সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে দুটি অত্যাধুনিক সুইচ গিয়ার ছিনতাইকৃত তিনটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ

গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা থানার জামতলাস্থ এমপির বাড়ীর গলির টিটু মিয়ার ভাড়াটিয়া সালাউদ্দিনের পুত্র রানা(২১), চানমারী বস্তির মোঃ লোকমানের পুত্র জোবায়ের(২১),জেলার বন্দর থানার মদনগঞ্জ ফাড়ি সংলগ্ন সিরাজ মিয়ার পুত্র মোঃ হোসেন(১৯) একই এলাকার শান্তির পুত্র অজয়(২০)

ফতুল্লা থানার উপপরিদর্শক হুমায়ুন জানায়,রংপুর জেলার হারগাছা থানার সারাই জুম্মাপাড়ার আলমগীরের পুত্র রানা(২২)রাতের বাসে চড়ে তার চাচার বাসায় যাওয়ার জন্য রওনা দেয়।ভোর টার দিকে সে জেলা পরিষদের সামনে বাস থেকে নেমে পায়ে হেটে তার জেলা পরিষদ সংলগ্ন আজমিরীবাগস্থ তার চাচার বাসায় যাচ্ছিলো

সময় গ্রেফতারকৃত চার ছিনতাইকারী তার পথরোধ করে তার সাথে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয় যায় এবং তার কাধে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেস্টা করলে রংপুর থেকে আসা যুবক এক ছিনতাইকারীকে ঝাপটে ধরে রাখে।এ সময় তার ডাকচিৎকারে স্থানীয় দোকানীপথচারীরা এগিয়ে এলে অপর ছিনতাইকারীরা সহযোগি সাগর কে ফেলে রেখে ছিনতাইকৃত মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়

ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাগর কে গ্রেফতার করে।পরে পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ছিনতাইকারী সাগরের দেয়া তথ্য মতে মাত্র ঘন্টা খানকের ব্যবধানে পালিয়ে যাওয়া অপর তিন সহোযোগি ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।এ সময় তাদের নিকট থেকে দুটি অত্যাধুনিক সুইচ গিয়ার ছিনতাইকৃত তিনটি মোবাইল ফোন করা হয় বলে তিনি জানান

বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান,গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য।তারা সুযোগ পেলেই ভোর সকালে বাস থেকে নামা যাত্রীদের টার্গেট সহ পথচারীদের নিকট থেকে কেড়ে নিতো সর্বঃস্ব।রোববার সকালেও তারা রংপুর থেকে আসা এক যুবকের নিকট

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD