শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:৫৬ অপরাহ্ন

রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের বাঁধা দেওয়ায় বসত বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট

সংবাদ নারায়ণগঞ্জঃ- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার হাটাবো এলাকায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় গতকাল ১ জুন মঙ্গলবার জাহাঙ্গীর আলম জুয়েলের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করে সন্ত্রাসীরা।

হাটাবো এলাকার সামাউন মোল্লা ও তার সন্ত্রাসী দল বেশকিছু দিন যাবত এলাকায় মাদক ব্যবসা, মাদক সেবন ও সন্ত্রাসী কর্মকান্ডসহ বিভিন্ন অসামাজিক ও অনৈতিক কাজ করে আসছে। তার এসব অসামাজিক কর্মকান্ডে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ ও যুবকরা।

বিজ্ঞাপন

তার এই কর্মকান্ডে জাহাঙ্গীর আলম জুয়েল সহ এলাকাবাসী সামাউন মোল্লার বিরুদ্ধে পদক্ষেপ নেয় এবং তাকে বাঁধাগ্রস্থ করে। পরে সে ৭/৮ সদস্যের সন্ত্রাসী দল নিয়ে দা, চাপাতি, শাবল, লোহার রড, লাঠিসোঠা ও দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে জাহাঙ্গীল আলমের বাড়িতে হামলা করে।

এ সময় তার আলমারিতে থাকা নগদ ৪ লক্ষ ও ২ ভরি স্বর্ণ লুট করে নেয় হামলাকারীরা। জাহাঙ্গীর আলমের বাবা ও মা বাঁধা দিতে গেলে তার বাবাকে পিটিয়ে গুরুতর আহত করে এবং মাকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে। পরে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে তাদের প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে জাহাঙ্গীর আলম জুয়েল বাদী হয়ে সামাউন মোল্লা (৪২), মঞ্জুর (৪০), আলমগীর (৩৬), নজরুল (৪১), আরিফ হোসেন (৪০), আরিফ মিয়া (৩৭), রবিউল সরকার (৪০), শামীম (২৭), রুবেল মিয়া (৩২), শরীফ (৩০), দিপু (২৫), রুহুল আমিন (৩২) ও শিপন (২৮) সহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD