সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলা শাহী বাজার এলাকায় এক ইন্টারনেট ব্যবসায়ীর নিকট চাঁদা দাবির অভিযোগ উঠেছে কথিত যুবলীগ নেতা পরিচয়দানকারী জামাল মিয়ার বিরুদ্ধে।
এ ঘটনায় ডিস ব্যবসায়ী মোঃ শরীফ মোল্লা (১৩ জুন) জামাল মিয়ার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জামাল মিয়া পাগলা পূর্ব রসুলপুর এলাকার সালাম উদ্দিনের ছেলে।
থানায় অভিযোগ সুত্রে জানা যায়, পাগলা শাহী বাজার এলাকায় দীর্ঘ দিন যাবৎ ইন্টারনেট ব্যবসা পরিচালনা করে আসছি। কিন্তু কিছুদিন যাবত জামাল মিয়া আমার কাছে চাঁদা দাবি করতে থাকে। আমি তার দাবীকৃত চাঁদা দিতে অস্বীকার করলে আমাকে অকথ্য ভাষায় গালাগালি সহ হুমকি-ধামকি প্রদান করতে থাকে।
এরই ধারাবাহিকতায় (১৩ জুন) রবিবার সন্ধ্যায় কথিত যুবলীগ নেতা পরিচয়দানকারী জামান মিয়ার ব্যবহৃত মোবাইল নাম্বার ০১৬৭৪৮৭২৯১৩ ফোন করে পুনরায় চাঁদা দাবি করে। আমি চাঁদ দিব না বলে জানালে আমার উপর ক্ষিপ্ত হয়ে গালাগালি সহ আমাকে এলাকায় ব্যবসা করতে দিবি না বলে হুমকি প্রদান করে।
এবং আমাকে হত্যা করে লাশ গুম করে ফেলবে বলে জানায়। তাই যে কোন সময় চাঁদাবাজ জামাল মিয়া আমার বড় ধরনের ক্ষতি করতে পারে। এজন্য আমি থানায় কথিত যুবলীগ নেতা পরিচয়দানকারী জামালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করি।
এই বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই ইমানুর হোসেন জানান একটি চাঁদাবাজির অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।